Ajker Patrika

গ্রামীণ গোষ্ঠীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১১: ৫০
গ্রামীণ গোষ্ঠীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ছিল আট দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিন। এতে গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন: আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর’ শিরোনামে এই প্রশিক্ষণ হয়। এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

প্রশিক্ষণে তিউনেসিয়া, শ্রীলংকা, মিশর, ভারত, জর্ডান, ঘানা, জাম্বিয়া, তাইওয়ান, নামিবিয়া, ক্যামেরুন, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া, মরিশাস ও বাংলাদেশসহ ২৫টি দেশের ১৩৭ জন অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. চার্ডস্যাক ভিরাপাত। অতিথি ছিলেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আর্ডো) গবেষণা বিভাগের প্রধান ড. খুশনদ আলী।

সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অবশ্যই গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসতে হবে। গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসার কার্যক্রম গ্রহণ করায় তিনি বার্ড এবং আর্ডো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বার্ড ও কর্মশালার সমন্বয়ক মো. আবদুল কাদের, ড. মো. মিজানুর রহমান, উপপরিচালক ফরিদা ইয়াসমিন, সহকারী পরিচালক মো. আশিক সরকার লিফাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত