Ajker Patrika

উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১১: ৫৯
উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

কুমিল্লায় পাঁচ দিনব্যাপী নারী শিল্প উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার কুমিল্লা বিসিক কার্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এর আয়োজন করে।

‘অর্ধেক পুরুষ, অর্ধেক নারী, শিল্প গড়ে বাড়ি বাড়ি’ এ প্রতিপাদ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের উপমহাব্যবস্থাপক মো. মেরাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এতে স্থানীয় সরকার কুমিল্লার উপপরিচালক শওকত ওসমান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান বলেন, নারীরা এখন আর ঘরে বেকার বসে থাকে না। বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে আপনারা সফল উদ্যোক্তা হবেন, এটাই কাম্য। অনেক উদ্যোক্তাই ঋণের জন্য আবেদন করেন। প্রশিক্ষণ সনদ না থাকলে সরকার তাঁদের ঋণ দিতে পারে না।’ প্রশিক্ষণটি ঋণ পেতেও সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত