Ajker Patrika

বিনা ভোটে নির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যান

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬: ৫৭
বিনা ভোটে নির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যান

দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য বাগেরহাটের পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চার ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এই চার প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানেরা হলেন বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউপিতে শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউপিতে বেগ এমদাদ হোসেন, গোটাপাড়ায় শেখ সমশের আলী ও মোল্লাহাট উপজেলার গাংনীতে শিকদার উজির আলী।

তবে ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আইনজীবী হিটলার গোলদারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাছির সরদার। এ ছাড়া প্রত্যেকটি ইউনিয়নে সদস্য ও সংরক্ষিত সদস্য পদে একাধিক প্রার্থী রয়েছেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, ‘১১ নভেম্বর বাগেরহাটের তিনটি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চার ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যান্য পদে নিয়ম অনুযায়ী ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত