Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন করায় পাঁচ প্রার্থীর জরিমানা

হোমনা প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ০৩
আচরণবিধি লঙ্ঘন করায় পাঁচ প্রার্থীর জরিমানা

হোমনা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় পাঁচ প্রার্থীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেল থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুস সাত্তারকে (আনারস) ছয় হাজার টাকা, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল আউয়ালকে (নৌকা) আট হাজার টাকা, একই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সাদেক সরকারকে (আনারস) পাঁচ হাজার টাকা, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আমির হোসেনকে (মোরগ) এক হাজার টাকা এবং ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী আসনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মাজেদা বেগমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহারের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান চলবে।’

আগামী ২৮ নভেম্বর উপজেলার ৯ ইউপির ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪২ জন, সাধারণ সদস্য পদে ৮৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২৯৩ জনসহ ৪২৪ জন প্রার্থী নির্বাচন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত