Ajker Patrika

পায়রা বন্দরকে বাণিজ্যিক বন্দর করার দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পায়রা বন্দরকে বাণিজ্যিক বন্দর করার দাবি

পায়রা সমুদ্রবন্দরকে বাণিজ্যিক বন্দর হিসেবে গড়ে তোলার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পর্যটন ব্যবসায়ী হাসানুল ইকবাল।

তিনি বলেন, ২০১৩ সালের ১৯ নভেম্বর কলাপাড়াবাসীর মনে স্বপ্ন জাগিয়ে প্রধানমন্ত্রী দেশের দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর উদ্বোধন করেন। ফলে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। উদ্বোধনের পর এই বন্দরে কয়েক শ কয়লাবাহী জাহাজ আসে, যাতে সরকার রাজস্ব পায়। কিন্তু মাদার ভ্যাসেল এ বন্দরে আসতে পারছে না নাব্যতা-সংকটের কারণে। বর্তমানে রাবনাবাদ চ্যানেলে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। চ্যানেলের ড্রেজিং শুরু হলেও বালু একদিকেই ফেলা হচ্ছে। এতে নদীতেই বালুর স্তর জমা হচ্ছে।

তিনি প্রস্তাবনা রেখে বলেন, আমেরিকার ওকলাহোমা প্রদেশ গড়ে উঠেছিল ল্যান্ড রান আইন পাস করে। পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং থেকে উত্তোলিত বালু যদি বঙ্গোপসাগরের বিভিন্ন জেগে ওঠা চরে বেষ্টনী তৈরি করে ফেলা হয়, তাহলে ওকলাহোমা প্রদেশের মতো একটি দ্বীপ গড়ে তোলা সম্ভব। সে সঙ্গে সেখানে উৎপাদন করা সম্ভব খাদ্যশস্য। এতে বারবার যেমন ড্রেজিং খরচ হবে না, তেমনি খাদ্যশস্য উৎপাদনের নতুন ক্ষেত্র তৈরি হবে।

সংবাদ সম্মেলনে সোশ্যাল ওয়ার্কার মারুফা খানসহ কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত