Ajker Patrika

গোলটা বানিয়ে দেন তাঁরা

গোলটা বানিয়ে দেন তাঁরা

ফুটবল গোলের খেলা। স্বাভাবিকভাবে গোলদাতাকেই সবাই চেনে। গোলদাতা থাকেন বেশি আলোচনায়। তবে গোল যিনি বানিয়ে দেন, তাঁর অবদানও উপেক্ষা করার সুযোগ নেই। এই যেমন পর্তুগালের বিপক্ষে বাঁচামরার ম্যাচের অন্তিম সময়ে সন হিয়ুং-মিন মাঝমাঠ থেকে ঝোড়ো গতিতে ছুটে গিয়ে তিন ডিফেন্ডারকে বোকা বানানো পাসটা দিতে পেরেছেন বলেই না হাং হি-চানের গোলে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পেরেছে দক্ষিণ কোরিয়া।

ফুটবলে অ্যাসিস্ট বা গোলে সহায়তার বড় ভূমিকাটা রেখে থাকেন ‘নাম্বার টেন’। ‘ফলস নাইন’ হিসেবেও পরিচিত তাঁরা। মূলত এই ক্রিয়েটিভ ফরোয়ার্ডের ওপরে দায়িত্ব থাকে প্রতিপক্ষের রক্ষণভাগের চোখে ধুলো দিয়ে ডি-বক্সের ভেতর ওত পেতে থাকা ‘নাম্বার নাইন’কে বল জোগান দেওয়ার। যাঁর সবচেয়ে বড় উদাহরণ পেলে, ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, লিওনেল মেসি ও নেইমার। অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গাররাও এই দায়িত্ব পালন করে থাকেন।

কাতার বিশ্বকাপে যেমন দুই আর্জেন্টাইন আনহেল দি মারিয়া ও রদ্রিগো দি পলকে এই ভূমিকায় দেখা যাচ্ছে। অবশ্য ক্লাবের হয়েও তাঁরা এ কাজটিই করে যান। এতে গোলের চেয়ে তাঁদের অ্যাসিস্টের সংখ্যা বেশি। তবে কাতার বিশ্বকাপের শেষ ষোলো শুরু হওয়ার আগপর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকার শীর্ষে কোনো উইঙ্গার বা মিডফিল্ডার নয়, আছেন একজাত স্ট্রাইকার—ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

 ২০১৮ বিশ্বকাপে যিনি ৬ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। ২০২২ বিশ্বকাপে তিন ম্যাচে এখনো পর্যন্ত জালের দেখা না পেলেও তিনটি গোলে সহায়তা করেছেন কেইন। তাঁর পরে আছেন তিন ডিফেন্ডার—জর্দি আলবা, ডেভিড রাম ও থিও হার্নান্দেজ। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় অবশ্য দুই অ্যাটাকিং মিডফিল্ডার পেলে ও ডিয়েগো ম্যারাডোনা শীর্ষ স্থান দুটি দখল করে আছেন। পেলে ফরোয়ার্ড হিসেবে খেলেছেন। আর ম্যারাডোনাকে দেখা যেত দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে। তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট কার জানেন? মেসির। ক্লাব ও দেশের হয়ে সতীর্থদের দিয়ে সর্বোচ্চ ৩৮৫টি (২৭ নভেম্বর ২০২২ পর্যন্ত) গোল করিয়েছেন তিনি। যা তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ১১৯টি বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত