নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরেকটি সংবাদ সম্মেলন। আরেকবার আলোচনায় সাকিব আল হাসান-তামিম ইকবাল দ্বন্দ্ব। কদিনের মধ্যে আবারও সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে।
হাথুরুর ‘কড়া হেডমাস্টার’ চরিত্র নিয়ে যে চর্চা হয়, সেটাই যেন বেরিয়ে এল সাকিব-তামিম প্রসঙ্গে। হাথুরুর কাছে জানতে চাওয়া, একটা গুরুত্বপূর্ণ সিরিজের আগে এসব বিষয় নিয়ে আলোচনা কতটা যৌক্তিক?
হাথুরুর জবাব, ‘এ আলোচনার জন্য এখন আদর্শ সময় নয়। এ প্রশ্ন করারও এটা আদর্শ সময় নয়। এখন সিরিজ নিয়ে আলোচনার আদর্শ সময়।’ হাথুরু যতই চান, আলোচিত প্রসঙ্গটা আর এড়িয়ে যেতে পারেননি। এই কদিনে বাংলাদেশ দলের ড্রেসিংরুম কেমন দেখলেন, এ প্রশ্নে কাউকে না জড়িয়েই হাথুরু বললেন, ‘সাত দিন হলো কাজ করছি। আমি এমন ড্রেসিংরুমেও ছিলাম, যেখানে সবাই এক হয়ে খেলে না। কিন্তু যখন তারা মাঠে নামত, দেশের হয়ে খেলত। আপনি এটাই আশা করবেন। আপনাকে খুবই ভালো বন্ধু হতে হবে না, রাতে একসঙ্গে খাবার খেতে যেতে হবে না। যতক্ষণ পর্যন্ত এটা দলের মধ্যে কোনো প্রভাব ফেলছে না, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। আমি এখানে কোনো সমস্যা দেখি না।’
কদিন আগে এক সংবাদ সম্মেলনে একই সুরে কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। এই মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অষ্টম দিনেই হাথুরুর অধীনে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাড়ে ছয় বছর পর ফিরে এই কদিনে আর কতটুকুই-বা দেখার সুযোগ পেয়েছেন দলকে। এখানে অবশ্য হাথুরু ব্যতিক্রম। বাংলাদেশে খুব বেশি দিন আসা না হলেও দল নিয়ে হাথুরুর গবেষণা শুরু আরও আগে থেকে।
সিডনি থেকেই নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছেন। ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বিনিময় তো হয়েছেই। তাঁরা কোথায় কেমন পারফরম্যান্স করেছেন, সেটাও খুব ভালোভাবেই জেনে এসেছেন হাথুরু। ব্যাপারটা আরও বোঝা গেল হাথুরুর এই কথায়, ‘তারা অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিজেদের ভূমিকা বুঝতে পারে। তারা কীভাবে প্রস্তুতি নিতে চায়, সেটি তারা নিজেরাই ঠিক করছে। এ বিষয়ে অনেক উন্নতি হয়েছে। এটি দেখে আমি খুব খুশি। তরুণদেরও খুব বেশি কিছু বলতে হয় না। তারা জানে কীভাবে প্রস্তুতি নিতে চায়। এদিক থেকে খুব উন্নতি হয়েছে।’
দল নিয়ে ভালো জানাশোনা থাকলেও অন্তত প্রথম দুই ওয়ানডেতে খুব বেশি পরিবর্তন করবেন না হাথুরু। আজ প্রথম ওয়ানডেতে চার সিনিয়র মানে তামিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে একাদশে রাখা হবে কি না এ প্রশ্নে হাথুরু বলেছেন, ‘মনে হয় না প্রথম দুই ম্যাচে খুব একটা পরিবর্তন আসবে। আমরা এভাবেই সাফল্য পাচ্ছি। শুধু কন্ডিশনের ওপর বিবেচনা করে কম্বিনেশন ঠিক করা হবে।’ বোঝাই যাচ্ছে, রাসেল ডমিঙ্গোর রেখে যাওয়া দলে প্রথম দুই ওয়ানডেতে খুব একটা অদলবদল হচ্ছে না। শুধু ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলা ইয়াসির আলী রাব্বির জায়গায় অভিষেক হতে পারে তাওহীদ হৃদয়ের।
ইংলিশদের বিপক্ষে সিরিজের আগে দল নিয়ে বেশি কাজের সুযোগ পাননি হাথুরু। তবে প্রস্তুতি যতটুকু হয়েছে তাতে সন্তুষ্ট তিনি। বাংলাদেশ দলের লঙ্কান কোচ বললেন, ‘গত কদিনে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি, ম্যাচের আবহে অনুশীলন করেছি। ক্রিকেটারদের নিবেদন দেখে আমার দারুণ লেগেছে। আমার মনে হয় তারা সব দিক থেকে প্রস্তুত।’
তবু ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না সেটা মানছেন হাথুরু। বাংলাদেশ কোচ বললেন, ‘তারা দুর্দান্ত। গত ১০ বছরে তারা দলে দারুণ গভীরতা তৈরি করেছে। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশই এটা ঈর্ষা করে। প্রতিটি কোচই এমন ডেপথ তৈরি করতে চায়। আশা করি আমিও এমন কিছু করে যেতে পারব এবারের মেয়াদ শেষে।’
আরেকটি সংবাদ সম্মেলন। আরেকবার আলোচনায় সাকিব আল হাসান-তামিম ইকবাল দ্বন্দ্ব। কদিনের মধ্যে আবারও সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে।
হাথুরুর ‘কড়া হেডমাস্টার’ চরিত্র নিয়ে যে চর্চা হয়, সেটাই যেন বেরিয়ে এল সাকিব-তামিম প্রসঙ্গে। হাথুরুর কাছে জানতে চাওয়া, একটা গুরুত্বপূর্ণ সিরিজের আগে এসব বিষয় নিয়ে আলোচনা কতটা যৌক্তিক?
হাথুরুর জবাব, ‘এ আলোচনার জন্য এখন আদর্শ সময় নয়। এ প্রশ্ন করারও এটা আদর্শ সময় নয়। এখন সিরিজ নিয়ে আলোচনার আদর্শ সময়।’ হাথুরু যতই চান, আলোচিত প্রসঙ্গটা আর এড়িয়ে যেতে পারেননি। এই কদিনে বাংলাদেশ দলের ড্রেসিংরুম কেমন দেখলেন, এ প্রশ্নে কাউকে না জড়িয়েই হাথুরু বললেন, ‘সাত দিন হলো কাজ করছি। আমি এমন ড্রেসিংরুমেও ছিলাম, যেখানে সবাই এক হয়ে খেলে না। কিন্তু যখন তারা মাঠে নামত, দেশের হয়ে খেলত। আপনি এটাই আশা করবেন। আপনাকে খুবই ভালো বন্ধু হতে হবে না, রাতে একসঙ্গে খাবার খেতে যেতে হবে না। যতক্ষণ পর্যন্ত এটা দলের মধ্যে কোনো প্রভাব ফেলছে না, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। আমি এখানে কোনো সমস্যা দেখি না।’
কদিন আগে এক সংবাদ সম্মেলনে একই সুরে কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। এই মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অষ্টম দিনেই হাথুরুর অধীনে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাড়ে ছয় বছর পর ফিরে এই কদিনে আর কতটুকুই-বা দেখার সুযোগ পেয়েছেন দলকে। এখানে অবশ্য হাথুরু ব্যতিক্রম। বাংলাদেশে খুব বেশি দিন আসা না হলেও দল নিয়ে হাথুরুর গবেষণা শুরু আরও আগে থেকে।
সিডনি থেকেই নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছেন। ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বিনিময় তো হয়েছেই। তাঁরা কোথায় কেমন পারফরম্যান্স করেছেন, সেটাও খুব ভালোভাবেই জেনে এসেছেন হাথুরু। ব্যাপারটা আরও বোঝা গেল হাথুরুর এই কথায়, ‘তারা অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিজেদের ভূমিকা বুঝতে পারে। তারা কীভাবে প্রস্তুতি নিতে চায়, সেটি তারা নিজেরাই ঠিক করছে। এ বিষয়ে অনেক উন্নতি হয়েছে। এটি দেখে আমি খুব খুশি। তরুণদেরও খুব বেশি কিছু বলতে হয় না। তারা জানে কীভাবে প্রস্তুতি নিতে চায়। এদিক থেকে খুব উন্নতি হয়েছে।’
দল নিয়ে ভালো জানাশোনা থাকলেও অন্তত প্রথম দুই ওয়ানডেতে খুব বেশি পরিবর্তন করবেন না হাথুরু। আজ প্রথম ওয়ানডেতে চার সিনিয়র মানে তামিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে একাদশে রাখা হবে কি না এ প্রশ্নে হাথুরু বলেছেন, ‘মনে হয় না প্রথম দুই ম্যাচে খুব একটা পরিবর্তন আসবে। আমরা এভাবেই সাফল্য পাচ্ছি। শুধু কন্ডিশনের ওপর বিবেচনা করে কম্বিনেশন ঠিক করা হবে।’ বোঝাই যাচ্ছে, রাসেল ডমিঙ্গোর রেখে যাওয়া দলে প্রথম দুই ওয়ানডেতে খুব একটা অদলবদল হচ্ছে না। শুধু ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলা ইয়াসির আলী রাব্বির জায়গায় অভিষেক হতে পারে তাওহীদ হৃদয়ের।
ইংলিশদের বিপক্ষে সিরিজের আগে দল নিয়ে বেশি কাজের সুযোগ পাননি হাথুরু। তবে প্রস্তুতি যতটুকু হয়েছে তাতে সন্তুষ্ট তিনি। বাংলাদেশ দলের লঙ্কান কোচ বললেন, ‘গত কদিনে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি, ম্যাচের আবহে অনুশীলন করেছি। ক্রিকেটারদের নিবেদন দেখে আমার দারুণ লেগেছে। আমার মনে হয় তারা সব দিক থেকে প্রস্তুত।’
তবু ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না সেটা মানছেন হাথুরু। বাংলাদেশ কোচ বললেন, ‘তারা দুর্দান্ত। গত ১০ বছরে তারা দলে দারুণ গভীরতা তৈরি করেছে। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশই এটা ঈর্ষা করে। প্রতিটি কোচই এমন ডেপথ তৈরি করতে চায়। আশা করি আমিও এমন কিছু করে যেতে পারব এবারের মেয়াদ শেষে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪