Ajker Patrika

ঈদের আগে কার্ডে হরদম ছাড়

জয়নাল আবেদীন খান, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪: ৫৬
ঈদের আগে কার্ডে হরদম ছাড়

বিভিন্ন ব্যাংকের কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে প্রায় সারা বছরই অফার থাকে। এসব অফার বিভিন্ন উৎসব ও বিশেষ দিনগুলোতে আরও বাড়িয়ে দেয় কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠাগুলো। আর চলতি রমজান ও আগামী ঈদকে কেন্দ্র করে কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে গ্রাহকদের দিচ্ছে আকর্ষণীয় বোনাস, গিফট ও মূল্যছাড়। কিছু প্রতিষ্ঠান কেনাকাটার বিপরীতে কার্ডে মূল্য পরিশোধ করলে ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বোনাস দিচ্ছে। সবমিলিয়ে বোনাস ও মূল্যছাড় পেতে অনেক গ্রাহক কার্ডের মাধ্যমে কেনাকাটার বিল পরিশোধে আগ্রহী হয়ে উঠেছেন।

জানা গেছে, রমজান ও ঈদকে কেন্দ্র করে কেনাকাটার আনন্দ বাড়িয়ে দিতে এবং নিরাপদ করতে ডেবিট-ক্রেডিট কার্ডে ব্যাংকগুলো দিচ্ছে নানা অফার। শপিংয়ের বিল কার্ডে পরিশোধ করলেই মিলছে গিফটসহ নগদ মূল্যছাড়। এ ছাড়া কার্ডে কেনাকাটার বিল পরিশোধ করে ঘরে ফেরা ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আকাশপথে বিমান টিকিটেও ছাড়ের সুযোগ থাকছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, গত ফেব্রুয়ারি শেষে ডেবিট কার্ডের গ্রাহক দাঁড়িয়েছে ২ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৬৮১ জন। যা ২০২১ সালের ফেব্রুয়ারি শেষে ছিল ২ কোটি ২০ লাখ ৫৫ হাজার ৭৫৪ জন। অর্থাৎ এক বছরের ডেবিট কার্ডের গ্রাহক বেড়েছে ৩৯ লাখ ২৪ হাজার ৯২৭ জন। ডেবিট কার্ডের গ্রাহকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। সর্বশেষ গত ফেব্রুয়ারি শেষে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২৪ হাজার ৪১০ কোটি টাকা, যা ২০২১ সালের ফেব্রুয়ারি শেষে ছিল ১৮ হাজার ৬৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ডেবিট কার্ডের লেনদেন বেড়েছে ৬ হাজার ৩৪৭ কোটি টাকা।

প্রতিবেদনে আরও দেখা যায়, গত ফেব্রুয়ারি শেষে ক্রেডিট কার্ড গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১০ হাজার ৭৭৬টি, যা ২০২১ সালের ফেব্রুয়ারি শেষে ছিল ১৭ লাখ ১৩ হাজার ৯০৪টি। এক বছরের ব্যবধানে কার্ড বেড়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৭২টি। একই সময়ে ক্রেডিট কার্ডে ২ হাজার ১০৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা ২০২১ সালের ফেব্রুয়ারি শেষে ছিল ১ হাজার ৫০৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৫৯৯ কোটি টাকা। এ ছাড়া গত ফেব্রুয়ারি শেষে দেশে প্রি-পেইড কার্ডের গ্রাহক দাঁড়িয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ২৯১ জন, যা ২০২১ সালের ফেব্রুয়ারি শেষে ছিল ৭ লাখ ৬০ হাজার ৬৯৩ জন।

ঈদের অফার সম্পর্কে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) কার্ড ডিভিশনের প্রধান নেহাল এ হুদা বলেন, ‘এবারও ঈদ কেনাকাটা ও ইফতারে বিশেষ অফর পাচ্ছে ইউসিবি কার্ড গ্রাহকেরা। ৮০০টির মতো পার্টনার মার্চেন্টে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে। স্বপ্ন, আগোরা, মীনাবাজার, চালডাল ডটকম, ডেইলি শপিংসহ বিভিন্ন সুপারশপে ১০ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। পাশাপাশি আড়ংয়ে কেনাকাটায় ২৫ শতাংশ, এপেক্সে, আর্টিসান, টাইম জোন, সেইলর লাইফস্টাইলে কেনাকাটায় ১৫ শতাংশ নগদ মূল্যছাড় পাচ্ছেন কার্ড গ্রাহকেরা।

প্রাইম ব্যাংকের ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য রমজান উপলক্ষে ইফতার ও ডিনারে বাই ওয়ান গেট ওয়ান অফার তো রয়েছেই। আর ক্রেডিট কার্ডে ফুডপান্ডায় রমজানে অর্ডার করলে দেওয়া হচ্ছে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ফার্নিচার কেনাকাটায় রয়েছে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার ও লেনদেন বাড়ছে। গ্রাহককে আকর্ষণ করতে নানা বোনাস, অফার ও মূল্যছাড় দেওয়া হচ্ছে। সব ব্যাংকের ক্রেডিট কার্ডের সুবিধা প্রায় কাছাকাছি। যেমন একটা পণ্য কিনলে আরেকটা ফ্রি, বিভিন্ন আউটলেট ও যাতায়াতের টিকিটে ছাড়, ক্যাশব্যাক ইত্যাদি। আর আমাদের ক্রেডিট কার্ডের গ্রাহকেরা বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহারের বিশেষ সুবিধা পান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত