Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে জিমনেশিয়াম

খুবি প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ৫২
খুলনা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে জিমনেশিয়াম

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নির্মিত হচ্ছে আধুনিক সুবিধা সংবলিত সুলতানা কামাল জিমনেশিয়াম। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪ কোটি টাকা। এ বিষয়ে গত রোববার বিকেলে নির্মাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান মোস্তাফিজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী-৩ হাজার ১০০ বর্গমিটারের এই জিমনেশিয়ামে থাকবে হ্যান্ডবল কোর্ট, ৫০৮ জনের বসার গ্যালারি, ফিটনেস সেন্টার, ইনডোর গেমস কাম স্টুডেন্ট ক্যাম্পিং, ডাইনিং ও ম্যাচ অফিশিয়ালদের রুমসহ অন্যান্য আধুনিক সুবিধা।

জিমনেশিয়াম ভবনের উপরে থাকবে ৮ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংক। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য ৫০০ কেভি বিদ্যুৎ সংযোগের পাশাপাশি থাকবে ১০০ কেভির জেনারেটর সুবিধা। জিমনেশিয়াম নির্মাণের চুক্তিমূল্য ২৩ কোটি ৯০ লাখ টাকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মাহবুবুস সোবহান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এবং নির্মাতা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. এইচ এম ফাহিম খান উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত