Ajker Patrika

শ্রীদেবীর শাড়ি নিলামে

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৮: ৫২
শ্রীদেবীর শাড়ি নিলামে

শ্রীদেবী কেবল প্রতিভাবান অভিনেত্রীই ছিলেন না, তাঁর ফ্যাশন সেন্সও ছিল অসাধারণ। এ কারণেই তাঁর চলে যাওয়ার পরেও বলিউডের সুন্দরীরা তাঁর ফ্যাশন দেখে অনুপ্রাণিত হন। শ্রীদেবীকে সব সময়ই অন্যতম ফ্যাশনেবল অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হতো। এমনকি বাজার চলতি ফ্যাশনেও ফিরে ফিরে আসে শ্রীদেবীর স্টাইল।

শ্রীদেবীর শাড়িপ্রীতির কথা নতুন করে  বলার নেই। এবার শ্রীদেবীর পরনের শাড়ি উঠল নিলামে।

পরিচালক গৌরী সিন্দের সিনেমা ‌‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীর অভিনয় মন ছুঁয়েছিল সবার। সিনেমায় তাঁকে দেখা গেছে নানা রঙের শাড়িতে। সেই শাড়িগুলোই এবার নিলাম করলেন পরিচালক গৌরী। গৌরী বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল শ্রীদেবীকে নিয়ে একটা ফ্যাশন শো করার, যে ফ্যাশন শোয়ে শ্রীদেবী শুধুই শাড়ি পরবেন। কিন্তু আমার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। তাই শ্রীদেবীর পরা শাড়িগুলো নিলাম করে কিছুটা সেই স্বপ্নপূরণ হলো।’

১০ বছরে পা দিয়েছে শ্রীদেবী অভিনীত সিনেমা ‘ইংলিশ ভিংলিশ’। সেই উপলক্ষেই এই নিলাম অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন পরিচালক গৌরী। গৌরী জানিয়েছেন, নিলাম থেকে অর্জিত অর্থ তুলে দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। গৌরীর এই উদ্যোগের প্রশংসা করেছে শ্রীদেবীর পরিবার।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মারা যান শ্রীদেবী। দুবাইয়ে সপরিবারে ঘনিষ্ঠ আত্মীয় মোহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই বিলাসবহুল হোটেলের বাথরুমে বাথটাবে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। ফরেনসিক রিপোর্টে অন্তত এমন খবরই প্রকাশ পেয়েছে। তবে হিসাব মেলাতে পারেননি অনেকেই। দাবি করেছিলেন, ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল অভিনেত্রীকে। এই ঘটনার সঙ্গে হয়তো তাঁর স্বামী বনি কাপুরই জড়িত, এমনটাও সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। মামলা হয়। তখন থেকেই শ্রীদেবীর মৃত্যু ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। কিন্তু তদন্তে কোনো রকম গলদ না পেয়ে মামলা শেষ করে পুলিশ। এমনকি গত বছর মে মাসে ভারতের শীর্ষ আদালতও খারিজ করে দেন এই মামলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ