Ajker Patrika

মান্দায় বীজতলায় পাখির হানা, বিপাকে কৃষক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০: ০০
মান্দায় বীজতলায় পাখির হানা, বিপাকে কৃষক

নওগাঁর মান্দায় বোরো ধানের বীজতলায় রাতে হানা দিচ্ছে পাখির দল। কিচিরমিচির শব্দে দল বেঁধে নেমে সাবাড় করে দিচ্ছে বীজতলা। এরই মধ্যে কালীগ্রাম, চকভোলাই, চকদেবীরাম, নুরুল্লাবাদসহ কয়েকটি মাঠের বেশ কিছু বীজতলা উজাড় করে দিয়েছে এসব পাখি।

কৃষকেরা বলছেন, চলতি মৌসুমে এসব মাঠে অন্তত এক হাজার বিঘা জমিতে বোরো চাষ করা হবে। এর বিপরীতে বীজতলা তৈরি করা হয়েছে। বীজতলা নষ্ট হলে চারাসংকটে পড়বেন তাঁরা।

তাঁরা আরও বলেন, পাখির হানা ঠেকাতে বীজতলার চারদিকে সুতলি দিয়ে ঘিরে পলিথিন টাঙিয়ে দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে কাকতাড়ুয়া। রাত জেগে পাহারা বসিয়েও ঠেকানো যাচ্ছে না পাখি। রাত হওয়ায় কী জাতের পাখি বীজতলায় হানা দিচ্ছে, সেটাও বোঝা যাচ্ছে না।

কালীগ্রাম মাঠের কৃষক তছির উদ্দিন সরদার জানান, চলতি মৌসুমে বোরো ধান রোপণে বিভিন্ন জাতের ৩৫ কেজি ধানের বীজতলা তৈরি করেন। সম্প্রতি ওই বীজতলায় গজানো চারা বপন করা হয়েছে। হঠাৎ করেই বীজতলায় হানা দিয়েছে এসব পাখি। তাঁর বীজতলার সব ধান সাবাড় করে দিয়েছে পাখিরা।

বীজতলার পাশের বাসিন্দা শরিফা বিবি জানান, গভীর রাতে কিচিরমিচির শব্দে দল বেঁধে পাখিরা বীজতলায় এসে পড়ে। এরপর বীজতলার ধান খেয়ে সাবাড় করে দেয়। রাতের কারণে কী জাতের পাখি তা চেনা যায় না।

নুরুল্লাবাদ গ্রামের কৃষক শাহজাহান আলী বলেন, চলতি মৌসুমে বোরো ধান রোপণের জন্য বীজতলায় ৪০ কেজি ব্রি ধান-৮১ জাতের ধানবীজ বপন করেন। রাতে হঠাৎ করে সেখানে পাখি হানা দিয়ে ধান খেয়ে ফেলেছে।

কালীগ্রাম শাহ্ কৃষি তথ্য ও পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্ বলেন, চাহিদার অনুপাতে কৃষকেরা এ মৌসুমের জন্য বিভিন্ন জাতের বীজ সংগ্রহ করেন। পাখিরা বীজতলার ধান খেয়ে ফেলায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ভালো ধানবীজ বাজার থেকে অনেক আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে ভালো জাতের ধানবীজ পাওয়া দুষ্কর। এ অবস্থায় বীজতলা নষ্ট হলে কৃষকেরা বিপাকে পড়বেন। চারার সংকটও দেখা দিতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, ‘বিষয়টি আমি অবহিত নই। অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। তাই বলা যাচ্ছে না কী ধরনের পাখি বীজতলা নষ্ট করছে। পলিথিন ও নেট দিয়ে ঘিরে কৃষকেরা বীজতলা রক্ষা করতে পারেন।’

এ প্রসঙ্গে রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, পাখির হানা ঠেকাতে রাতে বীজতলায় আলো ও শব্দের ব্যবস্থা করা যেতে পারে। নেট দিয়ে ঘিরে দিতে হবে চারদিক। ফাঁদ পেতে দু-একটি পাখি ধরা গেলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। তখন সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া যাবে কৃষকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত