Ajker Patrika

পাল্টাপাল্টি হামলার অভিযোগ

বাঘা প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ২৯
পাল্টাপাল্টি হামলার অভিযোগ

বাঘার বাউসায় মনোনয়ন তুলে নিতে সমঝোতার জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন দলীয় মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী। গত শনিবার রাত সাড়ে ১১টায় বাউসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টলটলিপাড়া বাউসা গ্রামে ঘটনাটি ঘটেছে।

তবে, পুরোপুরি উল্টো অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে আসন্ন চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী।

হামলার ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান শফিক। একই দলের উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

নৌকার প্রার্থী শফিকুর রহমান শফিকের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার সকালে স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ তুফানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নৌকার প্রার্থী শফিকুর রহমান শফিক বলেন, ‘আমরা একই দলের রাজনীতি করি। সমঝোতার আশায় কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে বিদ্রোহী প্রার্থীর বাড়িতে গিয়েছিলাম। এ সময় হঠাৎ মাইকে প্রচার করা হয় স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ডাকাতি হচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। আমি বাদী হয়ে ৫০ জনকে অভিযুক্ত করে দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ দিয়েছি।’

স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ তুফানের স্ত্রী রোজিনা আকতারী পলি বলেন, শনিবার রাতে নৌকার প্রার্থী ৩০-৩৫টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারসহ ৬০ থেকে ৭০ জন লোক নিয়ে তাঁর বাড়ির সামনে আসেন। তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালান। এ সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। স্থানীয় গ্রামবাসী দেশীয় অস্ত্রসহ লোকজন দেখে মাইকে প্রচার করে যে সরকার দলীয় লোকজন হামলা করেছে। এ ঘটনায় তাঁর স্বামী আটজনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা আসামি করে থানায় অভিযোগ করেন।

বাঘা থানার ওসি সালাদ হোসেন বলেন, নৌকার দলীয় প্রার্থীর বিপক্ষে একই দলের আরেকজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্থানীয় নেতা–কর্মীরা তাঁদের মধ্যে সমঝোতা করতে গিয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত