Ajker Patrika

বাল্যবিবাহ ঠেকালেন নির্বাহী হাকিম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ৪২
বাল্যবিবাহ ঠেকালেন নির্বাহী হাকিম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক দাখিল পরীক্ষার্থীর বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তানিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বিয়ের আয়োজন বন্ধ করেন। এ সময় বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেওয়া হবে না মর্মে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের একটি গ্রামে বাল্য বিবাহের আয়োজন চলছিল। কনে দাখিল পরীক্ষার্থী। বর পাশের গ্রামের বাসিন্দা ও প্রবাসী। কনের বাড়িতে বাল্য বিবাহের আয়োজন চলছে এমন খবর পৌঁছে স্থানীয় প্রশাসনের কাছে। খবর পেয়ে কনের বাড়িতে গিয়ে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তানিয়া আক্তারসহ একদল পুলিশ। এ সময় বিয়ের আয়োজন চললেও বর পক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত