Ajker Patrika

শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩: ১৪
শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতার জনপ্রিয় নির্মাতা জুটি। তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে ২০২২ সালে মুক্তি পাবে চারটি ছবি।

এই প্রতিষ্ঠানের আগের ছবিগুলো দর্শকপ্রিয় হয়েছিল। তাই নতুন ছবি নিয়ে সিনেমাপ্রেমী বাঙালি দর্শকের রয়েছে বাড়তি আগ্রহ। এর আগে নন্দিতা রায় ও শিবপ্রসাদ উপহার দিয়েছেন ‘বেলাশেষে’, ‘কণ্ঠ’, ‘প্রাক্তন’, ‘পোস্ত’, ‘মুক্তধারার’র মতো ছবি। ২০২২ সালে থাকছে তাঁদের নির্দেশিত ‘বেলাশুরু’ ও ‘হামি ২’। বেলাশুরু মুক্তি পাবে আগামী বছরের ২০ মে। ছবিটি নিয়ে আবেগপ্রবণ অভিব্যক্তি প্রকাশ করেছেন নির্মাতাদ্বয়। মৃত্যুর পর নতুন করে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তকে পর্দায় ফিরে পাবেন দর্শকেরা। শিবপ্রসাদ বলেন, ‘স্বাতীদি আর সৌমিত্র বাবুকে কথা দিয়েছিলাম, তাঁদের এই ছবি সবার কাছে পৌঁছে দেব। আজ সেই প্রতিশ্রুতি পূরণের পথে।’

দুই খুদে বন্ধুর খুনসুটি, সম্পর্কের গল্প নিয়ে ২০১৮ সালে তৈরি ‘হামি’ দর্শকের মন জয় করেছিল। সেই সাফল্য থেকেই দ্বিতীয় দফার ভাবনা। আগামী ডিসেম্বরেই হামি ২-এর শুটিং শুরু করবেন পরিচালকদ্বয়। নন্দিতা জানিয়েছেন, ‘হামি’র অভিনেতারা সবাই থাকবেন। পাশাপাশি থাকছে এক ঝাঁক নতুন মুখ। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৩ ডিসেম্বর।

এ ছাড়া উইন্ডোজের ব্যানারে মুক্তি পাবে আরও দুটি ছবি। দুটি ছবির প্রযোজক হিসেবে থাকছেন শিবপ্রসাদ-নন্দিতা। এর মাঝে ‘বাবা, বেবি ও…’ মুক্তি পাবে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘লক্ষ্মীছেলে’ মুক্তি পাবে ১৭ জুন। অভিনয় করেছেন পরিচালকের ছেলে উজান গঙ্গোপাধ্যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত