Ajker Patrika

৪টিতেই বিনা ভোটে চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৪
৪টিতেই বিনা ভোটে চেয়ারম্যান

আদর্শ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চারটিতেই চেয়ারম্যান পদে একজন প্রার্থী থাকায় এ পদে ভোটগ্রহণ করা হচ্ছে না। এতে তিনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিনা ভোটে বিজয়ী হচ্ছেন।

বিনা ভোটে বিজয়ী হতে যাওয়া আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ২ নম্বর দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদে (ইউপি) বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৩ নম্বর দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল হক এবং ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন।

অপর দিকে ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল নৌকা প্রতীক পেলেও মনোনয়নপত্র জমা দেননি। এই ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান রাফি রাজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে তিনি বিনা ভোটে চেয়ারম্যান হতে যাচ্ছেন।

এ ছাড়া দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদে (ইউপি) তিনটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে এবং সংরক্ষিত নারী সদস্য পদে একটিতে বিনা ভোটে প্রার্থীরা নির্বাচিত হবেন। সেই সঙ্গে দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

বিনা ভোটে বিজয়ী হতে যাওয়া ইউপি সদস্যরা হলেন ৩ নম্বর দুর্গাপুর (দক্ষিণ) ইউপির ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান সদস্য ফখরুল ইসলাম রুবেল। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। ৫ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান সদস্য মাহবুব আলম এবং সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত নারী সদস্য পদে থাকা লুৎফুন্নেছা লুৎফা। এ ছাড়া ২ নম্বর দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান সদস্য আসলাম খাঁন বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন।

গত মঙ্গলবার প্রতীক বরাদ্দ শেষে যেসব পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই তাঁদের বিজয় নিশ্চিত হয়ে যায়।

এদিকে গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গেলেও ১ নম্বর কালিরবাজার ইউপি এবং ৩ নম্বর আমড়াতলী ইউপির চেয়ারম্যান পদে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ দুই ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থীসহ চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে কালিরবাজার ইউপিতে চারজন এবং আমড়াতলী ইউপিতে তিনজন চেয়ারম্যান পদে লড়ছেন।

কালিরবাজার ইউপিতে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেকান্দর আলী, নৌকা প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম নূর, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হক ও সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদের ছেলে কামাল হোসেন।

আমড়াতলী ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মোজাম্মেল হক, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ও রুবেল আহম্মেদ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাছান জানান, আদর্শ সদর উপজেলা ছয়টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ ছাড়া ছয়টি ইউপিতে সাধারণ সদস্য পদে ১৯৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য এ উপজেলার ইউপিগুলোতে আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত