Ajker Patrika

বিদ্যুতের লোডশেডিং চলবে

সম্পাদকীয়
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১০: ১৪
বিদ্যুতের লোডশেডিং চলবে

বিদ্যুতের আসা-যাওয়া আবার নতুন করে শুরু হয়েছে। দেশে হঠাৎ করে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। লোডশেডিং চলছে প্রায় সারা দেশেই। গ্যাসের অভাবেই বিদ্যুৎ উৎপাদন কম 

হচ্ছে। চাহিদার তুলনায় উৎপাদন কম হলে ঘাটতি পূরণের কোনো উপায় থাকে না। বাধ্য হয়ে লোডশেডিং করতে হয়। মানুষ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পেলে ক্ষুব্ধ হয়। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরে, যা দেশের কয়েক স্থানে এর মধ্যেই ঘটেছে।

খুব শিগগির বিদ্যুতের লোডশেডিং থেকে মুক্তি পাওয়া যাবে বলে মনে হয় না। তাই মানুষের ক্ষোভ প্রশমনের উপায় বের করতে হবে। বিএনপির আমলে দৈনিক কত ঘণ্টা লোডশেডিং হতো, সেটা মনে করিয়ে দিয়ে এখনকার লোডশেডিংয়ের পক্ষে সাফাই গেয়ে সুফল পাওয়া যাবে না।

কাউকে দোষারোপ না করে মানুষকে বর্তমান সংকটের কারণ বুঝিয়ে শান্ত রাখতে হবে। এই সরকার দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার গল্প শুনিয়েছে, কিন্তু এখন কেন বিদ্যুৎ উৎপাদন কমল, তা বুঝিয়ে না বললে মানুষের উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য কিছুটা কারণ ব্যাখ্যা দিয়েছেন। কয়লা না পাওয়া এবং গ্যাস ও ডিজেলের মতো বিদ্যুৎ উৎপাদনকারী উপাদানের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে অনেক দেশেই এখন বিদ্যুতের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। যুদ্ধের কারণে নিয়মিত জাহাজ চলাচল না করায় বিশ্ব বর্তমানে পরিবহন সমস্যার সম্মুখীন হচ্ছে, পরিবহন ব্যয় অত্যধিক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, অনেক দেশে এখন বিদ্যুতের জন্য হাহাকার। সরকার আর ভর্তুকি দিয়ে কুলাতে পারছে না।

বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই সাশ্রয়ী হওয়ার ব্যাপারে সরকারি কর্মকর্তাদের আগে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সরকারি অফিসগুলোতে এসি চালানোর ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ আরোপ করা যায় কি না, ভাবতে হবে। যেকোনো জিনিসের সংকট হলে রেশনিং করা কোনো দোষের ব্যাপার নয়। তবে সেই রেশনিং যেন সকল পর্যায়ের ব্যবহারকারী বা ভোক্তার জন্যই সমানভাবে প্রযোজ্য হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এক বার্তায় বলেছেন, বর্তমানে দেশে গ্যাসের উৎপাদন ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। খনিগুলোর রিজার্ভ কমে যাওয়ায় গ্যাস উৎপাদন কমছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ১ হাজার ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। কিন্তু এর বাইরে কৃষি ও শিল্প খাতেও প্রচুর গ্যাসের প্রয়োজন। এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করা হয়। কিন্তু এখন ৪ ডলার মূল্যের এলএনজির দাম বেড়ে দাঁড়িয়েছে ৪১ ডলারে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশার কথা যেটা শুনিয়েছেন সেটা হলো, এ বছরের মধ্যেই পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট, রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং ভারত থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট আমদানি করা বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তার আগপর্যন্ত লোডশেডিং থেকে মুক্তি নেই।

তবে কোথায়, কতক্ষণ লোডশেডিং থাকবে, সেটা মানুষকে আগেভাগে জানানো ভালো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত