Ajker Patrika

প্রধানমন্ত্রীকে কটূক্তি কলেজশিক্ষক গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬: ২৯
প্রধানমন্ত্রীকে কটূক্তি কলেজশিক্ষক গ্রেপ্তার

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট শেয়ার দেওয়ায় এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে পৌর শহরের আখড়াবাজার এলাকা থেকে হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রুহুল আমিনকে গ্রেপ্তার করে হোসেনপুর থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর ‘স্বপ্নের পৃথিবী শুধু অন্ধকার’ নামে একটি আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে কটূক্তিমূলক একটি পোস্ট দেওয়া হয়। প্রভাষক রুহুল আমিন ওই দিনই পোস্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে হোসেনপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রুহুল আমিন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের ফিশারি রোড এলাকায় বসবাস করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত