শরীফ নাসরুল্লাহ, ঢাকা
ঈদের ছুটি এলেই নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। ফাঁকা হয় রাজধানী। এবার সরকারঘোষিত ঈদের ছুটি শুরু হবে কাল থেকে। তবে ঈদের আবহ এরই মধ্যে শুরু হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে। অনেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠাতে শুরু করেছেন। ফলে গত শুক্রবার থেকেই রাজধানীর রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে এবার ফাঁকা রাজধানীতে হচ্ছে জোড়া উৎসব—ঈদ এবং বাংলা নববর্ষবরণ।
রাজধানী ফাঁকা হলেও বর্ষবরণে সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রস্তুতির ঘাটতি নেই। রমনার বটমূলে হবে ছায়ানটের বর্ষবরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এবার মঙ্গল শোভাযাত্রায় দেখা মিলবে শিশু পুতুল, বুনো হাতি, বিলুপ্তপ্রায় গন্ধগোকুল ও চাকা। পোস্টারে স্থান পেয়েছে রিকশা পেইন্টিংও।
সাংস্কৃতিক সংগঠনগুলোর সবচেয়ে বড় মোর্চা সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট বেশ জোরালোভাবে উদ্যাপন করবে বর্ষবরণ। কারণ, বর্ষবরণ আয়োজনের সময় সংকোচনকে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর বাধা হিসেবে দেখছে। বিবৃতি দিয়ে প্রতিবাদও জানিয়েছে তারা। জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘জোটের পক্ষ থেকে বিকেল থেকে রাত পর্যন্ত শহীদ মিনারে আয়োজন করব। একুশে মার্চের প্রোগ্রাম যদি রাত পর্যন্ত করতে পারি, তাহলে বর্ষবরণ কেন পারব না? আমরা বিবৃতি দিয়েছি। আশা করি প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীও সময় সংকোচনের প্রতিবাদ জানিয়েছে। উদীচীর প্রচার সম্পাদক কঙ্কণ নাগ বলেন, ‘যেহেতু কয়েক বছর ধরেই বর্ষবরণের সময় সংকোচন করা হচ্ছে; এর বিরুদ্ধে সন্ধ্যায় আমরা একটি প্রতিবাদী আয়োজন রেখেছি।’
চ্যানেল আই-সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণের আয়োজন বসবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দনিয়া সাংস্কৃতিক জোট বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন করছে দনিয়া কলেজ প্রাঙ্গণে।
ঈদের দিন থেকে পয়লা বৈশাখ পর্যন্ত টানা মঞ্চনাটক পরিবেশন করবে আরণ্যক নাট্যদল। দলটির প্রধান নাট্যজন মামুনুর রশীদ জানালেন, তাঁদের নতুন নাটক ‘কম্পানি’র উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে, ঈদের দিন সন্ধ্যায়।
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ১৪,১৫ ও ১৬ এপ্রিল সন্ধ্যায় থাকছে প্রাঙ্গণেমোর–এর নতুন নাটক ‘টিনের তলোয়ার’। স্পর্ধা ১১ এপ্রিল সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশান ২-এ ‘বিস্ময়কর সবকিছু’ নাটকের প্রদর্শনী করবে।
ঈদের ছুটি এলেই নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। ফাঁকা হয় রাজধানী। এবার সরকারঘোষিত ঈদের ছুটি শুরু হবে কাল থেকে। তবে ঈদের আবহ এরই মধ্যে শুরু হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে। অনেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠাতে শুরু করেছেন। ফলে গত শুক্রবার থেকেই রাজধানীর রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে এবার ফাঁকা রাজধানীতে হচ্ছে জোড়া উৎসব—ঈদ এবং বাংলা নববর্ষবরণ।
রাজধানী ফাঁকা হলেও বর্ষবরণে সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রস্তুতির ঘাটতি নেই। রমনার বটমূলে হবে ছায়ানটের বর্ষবরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এবার মঙ্গল শোভাযাত্রায় দেখা মিলবে শিশু পুতুল, বুনো হাতি, বিলুপ্তপ্রায় গন্ধগোকুল ও চাকা। পোস্টারে স্থান পেয়েছে রিকশা পেইন্টিংও।
সাংস্কৃতিক সংগঠনগুলোর সবচেয়ে বড় মোর্চা সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট বেশ জোরালোভাবে উদ্যাপন করবে বর্ষবরণ। কারণ, বর্ষবরণ আয়োজনের সময় সংকোচনকে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর বাধা হিসেবে দেখছে। বিবৃতি দিয়ে প্রতিবাদও জানিয়েছে তারা। জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘জোটের পক্ষ থেকে বিকেল থেকে রাত পর্যন্ত শহীদ মিনারে আয়োজন করব। একুশে মার্চের প্রোগ্রাম যদি রাত পর্যন্ত করতে পারি, তাহলে বর্ষবরণ কেন পারব না? আমরা বিবৃতি দিয়েছি। আশা করি প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীও সময় সংকোচনের প্রতিবাদ জানিয়েছে। উদীচীর প্রচার সম্পাদক কঙ্কণ নাগ বলেন, ‘যেহেতু কয়েক বছর ধরেই বর্ষবরণের সময় সংকোচন করা হচ্ছে; এর বিরুদ্ধে সন্ধ্যায় আমরা একটি প্রতিবাদী আয়োজন রেখেছি।’
চ্যানেল আই-সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণের আয়োজন বসবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দনিয়া সাংস্কৃতিক জোট বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন করছে দনিয়া কলেজ প্রাঙ্গণে।
ঈদের দিন থেকে পয়লা বৈশাখ পর্যন্ত টানা মঞ্চনাটক পরিবেশন করবে আরণ্যক নাট্যদল। দলটির প্রধান নাট্যজন মামুনুর রশীদ জানালেন, তাঁদের নতুন নাটক ‘কম্পানি’র উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে, ঈদের দিন সন্ধ্যায়।
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ১৪,১৫ ও ১৬ এপ্রিল সন্ধ্যায় থাকছে প্রাঙ্গণেমোর–এর নতুন নাটক ‘টিনের তলোয়ার’। স্পর্ধা ১১ এপ্রিল সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশান ২-এ ‘বিস্ময়কর সবকিছু’ নাটকের প্রদর্শনী করবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫