Ajker Patrika

খালে বিলীন রাস্তা-বাড়িঘর

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ১২
খালে বিলীন রাস্তা-বাড়িঘর

রাজবাড়ী সদর উপজেলার ছোট বাকলা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে একটি খাল। এক বছর আগে নব্য ফেরাতে খালটি খনন করা হয়। কিন্তু অপরিকল্পিতভাবে খননের কারণে খালের পাশের পাকা সড়ক বিলীন হয়ে গেছে। খালের পেটে গেছে আশপাশের বেশ কিছু বসতবাড়িও।

সরেজমিনে দেখা যায়, খালের পাশের অনেক বাড়ি হুমকির মুখে রয়েছে। এ ছাড়া পাকা সড়কের অনেকটাই ভেঙে গিয়েছে।

স্থানীয়রা জানান, সড়কের অধিকাংশ ভেঙে যাওয়ার কারণে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ইতিমধ্যে খালের পাড়ে থাকা অনেক বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় তারের নিচ দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। অনেক জায়গায় শুকনা বাঁশের ওপরে বিদ্যুতের তার টানিয়ে রেখেছে। রাস্তা ভেঙে খালও ভরাট হয়ে যাচ্ছে। ফলে খাল খননের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।

জানা গেছে, একই অবস্থা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চত্রা, রাজবাড়ী সদর উপজেলার হড়াই, পাংশা উপজেলার পিঠে পোড়া খালেও।

মাহমুদপুর গ্রামের লক্ষণ কুমার বালা বলেন, পানি উন্নয় বোর্ডের (পাউবো) অপরিকল্পিত খাল খননের কারণে বাড়ি ঘর হুমকির মুখে। চলাচলের রাস্তা ভেঙে গেছে। সেই সঙ্গে বড় বড় গাছ চলে গেছে খালের মধ্যে। অনেকের বাড়ি-ঘর চলে যাচ্ছে। ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।

প্রিয়াংকা রানী বলেন, আমাদের রাস্তা ঘাট ভালো ছিল। খাল খননের পর থেকেই ভাঙন শুরু হয়। যেভাবে ভাঙছে কখন যেন বাড়ি খালের মধ্যে চলে যায়।

পথচারী ইসমাইল হোসেন বলেন, সড়কের অর্ধেকের বেশি খালের মধ্যে চলে গেছে। এই সড়ক দিয়ে চলাচল করা দায়। মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হতে হয়।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস বলেন, পাউবো বিভিন্ন জায়গায় খাল খনন করেছে। এবং সেই সব এলাকায় এলজিইডির সড়ক ভেঙে যাচ্ছে। যদি পরিকল্পিত খনন করত তাহলে এই ভাঙনের সৃষ্টি হতো না। সব মিলিয়ে ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ খাল খননের ফলে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কিছু রাস্তা ভেঙে গেছে। সেগুলো মেরামত করে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শ্রমিক সংকট মোকাবিলায় থাইল্যান্ডের নজর শ্রীলঙ্কা-বাংলাদেশে

টাঙ্গাইলে মুখোমুখি কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশ, ১৪৪ ধারা জারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত