Ajker Patrika

নানুয়া দিঘিরপাড়ে ধর্ম প্রতিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২: ৫৫
নানুয়া দিঘিরপাড়ে ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘যারা দেশের বিরুদ্ধে কাজ করে, তারাই অপশক্তি। কুমিল্লার এ ঘটনাটি ইচ্ছাকৃত এবং পরিকল্পিত। এ অপশক্তিকে কোনো অবস্থাতেই ছোবল দেওয়ার সুযোগ আর দেওয়া হবে না। এ ক্ষেত্রে আমার দলেরও কেউ যদি ওই অপশক্তির মধ্যে থাকে তবে তাকেও ছাড় দেওয়া হবে না।’

মন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর নানুয়া দিঘিরপাড়ের সেই পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।

ফরিদুল হক খান আরও বলেন, ‘দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তারা কোনো ধর্মের বা দলের হতে পারে না। অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ আসনের সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ আরও অনেকে। এর আগে মন্ত্রী শারদীয় দুর্গাপূজার সময় হামলায় ক্ষতিগ্রস্ত নগরীর বেশ কয়েকটি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এরপর গতকাল দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ (সদর) সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপল দত্ত, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, ট্রাস্টি অংকুর জীৎ সাহা নবম।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. সিরাজুল ইসলাম সিরাজী, কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ, কুমিল্লা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবু রায়সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত