Ajker Patrika

স্বামী থাকতেও নিগৃহীতার ভাতা নেন সদস্য প্রার্থী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ২২
স্বামী থাকতেও নিগৃহীতার ভাতা নেন সদস্য প্রার্থী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামী থাকতেও স্বামী নিগৃহীতা হিসেবে ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে সাধনা রানী বিশ্বাস নামের এক ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে। গত বছর থেকে স্বামী নিগৃহীতা হিসেবে ভাতা নিচ্ছেন তিনি। সাধনা রানী বিশ্বাস পাটগাতী ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী।

এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তবে প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় এলাকাবাসী। তবে সাধনার স্বামী সুষেন বিশ্বাসের দাবি, তাঁদের মধ্যে ঝামেলা হওয়ায় ওই ভাতা করেছেন সাধনা।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে সাধনা রানী বিশ্বাস স্বামী নিগৃহীতা হিসেবে ভাতা পাচ্ছেন। তাঁত ভাতার কার্ড নম্বর ৬৭৮।

নাম প্রকাশ না করার শর্তে বালাডাঙ্গা গ্রামের একাধিক ব্যক্তি বলেন, সাধনা রানী বিশ্বাস ও তাঁত স্বামী দীর্ঘদিন ধরে একসঙ্গে সংসার করছেন। তাঁদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। এ ছাড়া তাঁরা বালাডাঙ্গা গ্রামে বাড়ির সামনে একটি দোকান দিয়েছেন। সেই দোকানে তাঁত স্বামী সুষেন দরজির কাজ ও সাধনা মুদি দোকান চালান। কিন্তু স্বামী থাকার পরেও স্বামী নিগৃহীতা হিসেবে সাধনা কীভাবে ভাতা পান সেটাই তাঁদের প্রশ্ন।

তাঁরা আরও বলেন, সাধনার পারিবারিক অবস্থা খুবই ভালো থাকা সত্ত্বেও তিনি ভাতা পান। কিন্তু এলাকায় অনেক দরিদ্র ও স্বামী পরিত্যক্তা নারীরা ভাতা পান না। তাই প্রশাসনের প্রতি সাধনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী সাধনা বিশ্বাস কোনো কথা বলতে রাজি হননি। তাঁত স্বামী সুষেন বিশ্বাস বলেন, তাঁরা বেশ কিছুদিন একসঙ্গে ছিলেন না। তাই হয়তো স্বামী নিগৃহীতা হিসেবে সাধনা ভাতা করেছেন। কিন্তু তিনি জানার পর সাধনাকে দিয়ে সমাজসেবা কার্যালয়ে ভাতা বন্ধ করার জন্য আবেদন করিয়েছেন।

টুঙ্গিপাড়া সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় বলেন, ভাতা করার সময় কেউ সত্য গোপন করলে তাঁদের যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ থাকে না। কারণ সেগুলো চেয়ারম্যান-সদস্যদের মাধ্যমে কার্যালয়ে জমা হয়। তবে ভাতা বন্ধ করার জন্য ইতিমধ্যে সাধনা আবেদন করেছেন। শিগগিরই তাঁত ভাতা বন্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত