Ajker Patrika

৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১: ৩৪
৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

রংপুরে তাবলিগ জামায়াতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে নগরীর উত্তম হাজীরহাট এলাকার রব্বানীর চরে এ ইজতেমা শুরু হয়।

আয়োজকেরা জানান, ইজতেমা উপলক্ষে গত বুধবার সকাল থেকে রংপুর জেলা ও পার্শ্ববর্তী এলাকার তাবলিগ জামায়াতের অনুসারী ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে আসা শুরু করেন। প্রায় ২ লাখ মুসল্লি ইজতেমায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইজতেমা উপলক্ষে ইতিমধ্যে প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু করেন দেশ-বিদেশের তাবলিগের মুরব্বিরা।

আগামীকাল শনিবার দুপুরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ ইজতেমা। পরে দ্বিনের বাণী প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বেন অনুসারীরা।

এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইজতেমা এলাকায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে গোটা এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও মোতায়েন থাকবেন। এ ছাড়া মুসল্লিদের সার্বিক সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবীরা প্রস্তুত রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত