Ajker Patrika

শীতে ডায়রিয়ার প্রকোপ রৌমারীতে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ২৪
শীতে ডায়রিয়ার প্রকোপ  রৌমারীতে

কুড়িগ্রামের রৌমারীতে রোটা ভাইরাসের সংক্রমণের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এক সপ্তাহে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০টি শিশু ভর্তি হয়েছে। এ ছাড়া দেড় শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে।

এদিকে রোগীর অভিভাবকদের অভিযোগ, স্যালাইনসহ যাবতীয় ওষুধ স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে থেকে কিনতে হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, অভিভাবকেরা ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের কোলে নিয়ে বারান্দায় বিছানা পেতে কিংবা চেয়ারে বসে তাদের স্যালাইন দিচ্ছেন। এ সময় কথা হয় আট মাসের শিশু মরিশার চিকিৎসা নিতে আসা উপজেলার দাঁতভাঙ্গা গ্রামের রেজেনা বেগমের সঙ্গে। তিনি জানান, তিন দিন ধরে তাঁর মেয়ের ডায়রিয়া হচ্ছে। তাই গতকাল সকালে হাসপাতালে ভর্তি করান। কিন্তু বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। একই কথা বলেন শিশুদের চিকিৎসা করাতে আসা নওদাপাড়া গ্রামের মজনু মিয়া ও বোয়ালমারী গ্রামের সহিদুর রহমান।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. মোক্তারুল ইসলাম জানান, শীতের কারণে রৌমারীতে রোটা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। কয়েক দিনের তুলনায় হাসপাতালে এই ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। হাসপাতালে জনবলসংকট থাকলেও ওষুধপত্রের সংকট নেই বলে তিনি দাবি করেন। তিনি বলেন, প্রতিদিনই বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘বর্তমানে আমাদের উপজেলায় আবহাওয়াজনিত কারণে এ রোগের প্রকোপ দেখা দিয়েছে। রোটা ভাইরাস ভাইরাল ডায়রিয়া। এ ডায়রিয়া ছোঁয়াচে হওয়ায় সংক্রমণ বাড়ছে। এ রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। আমরা সাপোর্ট চিকিৎসা দিচ্ছি। তিন থেকে সাত দিনের মধ্যে রোগী সেরে ওঠে।’ তিনি আরও বলেন, এ সময় মায়েদের বুকের দুধ বাচ্চাকে খাওয়ানোর সময় অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত