Ajker Patrika

আসবাবের অস্থায়ী বাজার নিম্নবিত্ত মানুষের ভরসা

হোসেন রায়হান, পঞ্চগড়
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২: ২৭
আসবাবের অস্থায়ী বাজার নিম্নবিত্ত মানুষের ভরসা

পঞ্চগড় জেলা শহরের পৌর ভবনের সামনে গড়ে উঠেছে আসবাবের অস্থায়ী বাজার। মহাসড়কের ধারে এই বাজারে নিজেদের তৈরি করা বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছে শতাধিক পরিবার। এ ছাড়া কম দামে ঘরের বিভিন্ন সামগ্রী পাওয়া যাওয়ায় নিম্নমধ্যবিত্তের মানুষ এখানে বেশি আসেন।

অস্থায়ী আসবাবের বাজারে প্রতিটি খাট পাওয়া যায় ১ হাজার ২০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে, শোকেস ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকায়, ড্রেসিং টেবিল ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়, টেবিল ৩০০ টাকা থেকে ১ হাজার টাকায়, চেয়ার প্রতি জোড়া ৫০০ থেকে ১ হাজার টাকা, আলনা ২৫০ থেকে ৫০০ টাকা, দরজা ৩০০ থেকে ২ হাজার টাকা, চৌকি ৪০০ থেকে ১ হাজার টাকা।

কাঠ দিয়ে কম দামের মধ্যে আসবাবের চাহিদা বাড়ায় জেলা সদরের ফকিরের হাট সরকারপাড়া গ্রামে মিস্ত্রিপাড়া গ্রামের শতাধিক বাড়িতে তৈরি হয় এসব রেডিমেড আসবাব। এখানে পাঁচ শতাধিক নারী-পুরুষ একসঙ্গে কাজ করেন।

বোদা উপজেলার মাঝগ্রামের মোহাম্মদ আলী জানান, বাড়িতে প্রতি মাসে তিনি ২০টি আলমারি বানান। এখানে কাজ করেন ৮ শ্রমিক। তাঁদের মধ্যে নারী শ্রমিকও রয়েছেন। হাটে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত একটি ভ্যান গাড়ি রয়েছে। প্রতি মাসে খরচ বাদ দিয়ে ১৫-২০ হাজার টাকা আয় হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত