খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে মিনি মৎস্য হ্যাচারি স্থাপনের তিন বছরেও জনবল নিয়োগের প্রশাসনিক আদেশ জারি হয়নি। এতে হ্যাচারিতে মুখ থুবড়ে পড়ছে রেণু ও পোনা উৎপাদন। অস্থায়ী শ্রমিক দিয়ে মিনি হ্যাচারিতে রেণু উৎপাদন চললেও ভবিষ্যতে ব্যাহত হতে পারে কার্যক্রম।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রাণিজ আমিষের পুষ্টি জোগান, পাহাড়ি জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি সদরে মিনি মৎস্য হ্যাচারি স্থাপন করা হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যচাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১২ সালে হ্যাচারি স্থাপনের কাজ শুরু হয়। ১২ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে জুন মাসে নির্মাণকাজ শেষ হয়।
এদিকে পদ অনুযায়ী হ্যাচারি ব্যবস্থাপক, টেকনিশিয়ান, অফিস সহায়ক ও হ্যাচারি পাহারায় নাইট গার্ডসহ ৮ জন লোকবল নিয়োগের কথা। এর পর তিন বছর পার হলেও জনবল নিয়োগ দেয়নি মৎস্য অধিদপ্তর। বর্তমানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হ্যাচারি ‘খামার ব্যবস্থাপক’ হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্থায়ী ভিত্তিতে শ্রমিক নিয়োগ দিয়ে হ্যাচারির রেণু ও পোনা উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। তবে স্থায়ী জনবল নিয়োগ না হওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন কাজ।
জেলার মৎস্য চাষি রবীন্দ্র কার্বারি বলেন, ‘এক সময় আমাদের চট্টগ্রাম থেকে মাছের পোনা ও রেণু সংগ্রহ করতে হতো। বর্তমানে মিনি হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে পারছি। এখানে উৎপাদিত পোনার গুণগত মান ভালো। তবে তাদের জনবল কম থাকায় উৎপাদন কম হয়। অনেকে জেলার বাইরে থেকে পোনা আনছে। এখানে উৎপাদন বাড়ালে জেলার মৎস্য চাষিদের চাহিদা মেটানো যাবে।’
হ্যাচারিতে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন ৬ শ্রমিক। মা মাছ ধরা, রেণু ও পোনা উৎপাদন করেন তাঁরা। চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছে তাঁরা।
শ্রমিকেরা জানান, অস্থায়ী ভিত্তিতে কাজে মাসে ৫ হাজার টাকা বেতন পান তাঁরা। এখানে তাঁদের জাল টানা, রেণু উৎপাদন, ডিম সংগ্রহ, এমনকি রাতের বেলায় পাহারা দেওয়ার কাজও করতে হয়। তাঁদের চাকরি সরকারিকরণ দরকার। তা ছাড়া হ্যাচারি স্থাপনের পর জনবল নিয়োগের কথা থাকলে ৩ বছর পরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি মৎস্য অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে।
খাগড়াছড়ির মিনি মৎস্য হ্যাচারির খামার ব্যবস্থাপক শরৎ কুমার ত্রিপুরা বলেন, ‘জনবল সংকটে চলেছে মিনি হ্যাচারিটি। এখানে কোনো স্থায়ী জনবল নেই। হ্যাচারি ব্যবস্থাপক, টেকনিশিয়ানসহ অন্তত ৮ জন জনবল নিয়োগের কথা। অথচ এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দুজন অস্থায়ী ভিত্তিতে কাজ করে। এখানে পুকুর আছে। এসব পুকুর পাহারা দেওয়া, মাছ ধরা, রেণু সংগ্রহ, বিপণন করার জন্য কোনো জনবল নেই। জনবল সংকট থাকায় আমাকেও পুকুরে নেমে প্রজননের জন্য মা মাছ ধরতে হয়।’
শরৎ কুমার ত্রিপুরা জানান, ২০২১ সালে খাগড়াছড়ি মিনি মৎস্য হ্যাচারি থেকে ৯৬ লাখ মাছের রেণু ও ১ লাখ মাছের পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে চললে হ্যাচারির উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে পারে। বিষয়টি জেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হলেও এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমেদ বলে ‘পার্বত্য জেলায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হ্যাচারি স্থাপন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বর্তমানে হ্যাচারি ব্যবস্থাপনা করছে। হ্যাচারি পরিচালনার জন্য জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।’
খাগড়াছড়িতে মিনি মৎস্য হ্যাচারি স্থাপনের তিন বছরেও জনবল নিয়োগের প্রশাসনিক আদেশ জারি হয়নি। এতে হ্যাচারিতে মুখ থুবড়ে পড়ছে রেণু ও পোনা উৎপাদন। অস্থায়ী শ্রমিক দিয়ে মিনি হ্যাচারিতে রেণু উৎপাদন চললেও ভবিষ্যতে ব্যাহত হতে পারে কার্যক্রম।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রাণিজ আমিষের পুষ্টি জোগান, পাহাড়ি জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি সদরে মিনি মৎস্য হ্যাচারি স্থাপন করা হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যচাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১২ সালে হ্যাচারি স্থাপনের কাজ শুরু হয়। ১২ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে জুন মাসে নির্মাণকাজ শেষ হয়।
এদিকে পদ অনুযায়ী হ্যাচারি ব্যবস্থাপক, টেকনিশিয়ান, অফিস সহায়ক ও হ্যাচারি পাহারায় নাইট গার্ডসহ ৮ জন লোকবল নিয়োগের কথা। এর পর তিন বছর পার হলেও জনবল নিয়োগ দেয়নি মৎস্য অধিদপ্তর। বর্তমানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হ্যাচারি ‘খামার ব্যবস্থাপক’ হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্থায়ী ভিত্তিতে শ্রমিক নিয়োগ দিয়ে হ্যাচারির রেণু ও পোনা উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। তবে স্থায়ী জনবল নিয়োগ না হওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন কাজ।
জেলার মৎস্য চাষি রবীন্দ্র কার্বারি বলেন, ‘এক সময় আমাদের চট্টগ্রাম থেকে মাছের পোনা ও রেণু সংগ্রহ করতে হতো। বর্তমানে মিনি হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে পারছি। এখানে উৎপাদিত পোনার গুণগত মান ভালো। তবে তাদের জনবল কম থাকায় উৎপাদন কম হয়। অনেকে জেলার বাইরে থেকে পোনা আনছে। এখানে উৎপাদন বাড়ালে জেলার মৎস্য চাষিদের চাহিদা মেটানো যাবে।’
হ্যাচারিতে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন ৬ শ্রমিক। মা মাছ ধরা, রেণু ও পোনা উৎপাদন করেন তাঁরা। চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছে তাঁরা।
শ্রমিকেরা জানান, অস্থায়ী ভিত্তিতে কাজে মাসে ৫ হাজার টাকা বেতন পান তাঁরা। এখানে তাঁদের জাল টানা, রেণু উৎপাদন, ডিম সংগ্রহ, এমনকি রাতের বেলায় পাহারা দেওয়ার কাজও করতে হয়। তাঁদের চাকরি সরকারিকরণ দরকার। তা ছাড়া হ্যাচারি স্থাপনের পর জনবল নিয়োগের কথা থাকলে ৩ বছর পরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি মৎস্য অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে।
খাগড়াছড়ির মিনি মৎস্য হ্যাচারির খামার ব্যবস্থাপক শরৎ কুমার ত্রিপুরা বলেন, ‘জনবল সংকটে চলেছে মিনি হ্যাচারিটি। এখানে কোনো স্থায়ী জনবল নেই। হ্যাচারি ব্যবস্থাপক, টেকনিশিয়ানসহ অন্তত ৮ জন জনবল নিয়োগের কথা। অথচ এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দুজন অস্থায়ী ভিত্তিতে কাজ করে। এখানে পুকুর আছে। এসব পুকুর পাহারা দেওয়া, মাছ ধরা, রেণু সংগ্রহ, বিপণন করার জন্য কোনো জনবল নেই। জনবল সংকট থাকায় আমাকেও পুকুরে নেমে প্রজননের জন্য মা মাছ ধরতে হয়।’
শরৎ কুমার ত্রিপুরা জানান, ২০২১ সালে খাগড়াছড়ি মিনি মৎস্য হ্যাচারি থেকে ৯৬ লাখ মাছের রেণু ও ১ লাখ মাছের পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে চললে হ্যাচারির উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে পারে। বিষয়টি জেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হলেও এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমেদ বলে ‘পার্বত্য জেলায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হ্যাচারি স্থাপন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বর্তমানে হ্যাচারি ব্যবস্থাপনা করছে। হ্যাচারি পরিচালনার জন্য জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫