Ajker Patrika

পৌষমেলা শুরু আজ

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ১৮
পৌষমেলা শুরু আজ

ঝিকরগাছায় ৫০০ বছরের পুরোনো গদখালীর কালীমন্দির ঘিরে তিন দিনব্যাপী পৌষমেলা শুরু হচ্ছে আজ রোববার। এ মেলাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রবীণেরা জানান, ১৪৬২ খ্রিষ্টাব্দের দিকে এ কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। কয়েকশ বছর ধরে মন্দিরটিকে ঘিরে পালিত হয়ে আসছে পৌষমেলা। দেশের ও পার্শ্ববর্তী দেশ ভারতের হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভক্তের মিলনমেলায় পরিণত হয় এ মেলা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ধর্মের দুজনের প্রেম প্রণয়ের সূত্রধরে রডারিক উপাসনার জন্য খ্রিষ্টানদের গড ও হিন্দুদের দেবী কালীকে শ্রদ্ধা জানাতে প্রতিষ্ঠা করেন কালী মন্দিরটি। যা পরবর্তী কাল থেকে গদখালী কালী মন্দির বলে পরিচিত পায়।

মন্দিরের সাধারণ সম্পাদক সুভাস ভক্ত বাবুল বলেন, ‘প্রতি বছর পৌষ মাসের অমাবস্যায় তিন দিনের এ মেলা বসে। মেলাকে ঘিরে এলাকার সব সম্প্রদায়ের মধ্যে উৎসবের সৃষ্টি হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, পূজা উদ্‌যাপনে যে মেলা বসেছে তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত