দ্বিতীয় ধাপে কাল বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি, মিরসরাই এবং কক্সবাজার সদর, রামু ও উখিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। এদিন প্রচারে প্রার্থী ও তাঁদের কর্মী–সমর্থকেরা ব্যস্ত সময় পার করেছেন। সব প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।
সীতাকুণ্ডের পাঁচ ইউপিতে ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তবে বাকি চার ইউপিতে (বারৈয়ারঢালা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া ও সলিমপুর) চেয়ারম্যান পদে নির্বাচনসহ ৯ ইউপিতে সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বারৈয়াঢালা ইউপিতে রেহান উদ্দিন রেহান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কৃষক লীগের নেতা আবু জাফর (আনারস), বাড়বকুণ্ডে ছাদাকাত উল্লাহ মিয়াজী নৌকায় নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এ জে এম বেলাল উদ্দিন (লাঙ্গল) ও আওয়ামী লীগ সমর্থক জয়নাল আবেদীন ভূঁইয়া (আনারস), বাঁশবাড়িয়ায় মো. শওকত আলী জাহাঙ্গীর নৌকা নিয়ে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আরিফুল আলম রাজু (আনারস) এবং সলিমপুরে সালাউদ্দিন আজিজ নৌকা নিয়ে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক গফুর (আনারস) প্রতীকে নির্বাচন করছেন।
আওয়ামী লীগের চার চেয়ারম্যান প্রার্থী বিজয় নিশ্চিতে গতকাল গণসংযোগের পাশাপাশি সারা দিন সভা-সমাবেশ করেন। শেষ দিনের প্রচারে মুখর হয়ে ওঠে সীতাকুণ্ডের জনপদ। অন্যদিকে উপজেলার ৯ ইউপিতে সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা শেষ দিনের প্রচার চালান।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হাসান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘প্রত্যেকটি ইউপিতেই যেন সুষ্ঠু নির্বাচন হয়, সে জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ডের অবস্থা বিবেচনায় সেখানে বাড়তি সতর্কতা থাকবে আমাদের।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিজিবির ৫টি, পুলিশের ১৫টি টহল দলের পাশাপাশি নির্বাচনী মাঠে থাকবে র্যাব। উপজেলার প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন ১৫ জন আনসার সদস্য।
এদিকে মিরসরাইয়ের তিন ইউপি ইছাখালী, মিরসরাই সদর ও খইয়াছড়া ছাড়া সব সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ভোট হবে। এখানে চেয়ারম্যান প্রার্থী ৯ জন, সংরক্ষিত নারী সদস্য ১১৮ ও সাধারণ সদস্য পদে ৪৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪৮ কেন্দ্রের ৯০০টি কক্ষে চলবে ভোটগ্রহণ। গতকাল মঙ্গলবার রাতে শেষ হয়েছে প্রচার। ১৬টি ইউপিতে প্রিসাইডিং কর্মকর্তা ১৪৮ জনসহ পোলিং কর্মকর্তা ১ হাজার ৮০০, পোলিং এজেন্ট ৪ হাজার ৫০০, প্রার্থীর নির্বাচনী এজেন্ট রয়েছেন ১০০ জন।
মিরসরাইয়ে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৪২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৩১০ জন।
মিরসরাই থানার পরিদর্শক মুজিবুর রহমান ও জোরারগঞ্জ থানার পরিদর্শক নুর হোসেন মামুন বলেন, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে, সেখানে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে, সে যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজর রয়েছে। সেখানে বিশেষ ফোর্স থাকবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর।’
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফটিকছড়িতে প্রচার শেষ হয়েছে মঙ্গলবার রাতে। পাশাপাশি ভোটকেন্দ্রসহ এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলার ভূজপুর ও ফটিকছড়ি থানার ১৪টি ইউনিয়নের ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ভূজপুর থানায় ৯ এবং ফটিকছড়ি থানায় ২০টি ভোটকেন্দ্র মিলে মোট ২৯টি কেন্দ্রকেই অত্যধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য-উপাত্ত, আগের নির্বাচনগুলোর সময়কার পরিস্থিতি এবং সাম্প্রতিক নানা ঘটনার বিশ্লেষণ করেই কেন্দ্রগুলোর নিরাপত্তার ছক ও তালিকা তৈরি করা হয়েছে। এসব ভোটকেন্দ্রকে আমরা অত্যধিক গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছি।’
ইউপি নির্বাচনের সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মহিনুল ইসলাম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের পক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের দিন কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে।
এদিকে কক্সবাজারের উখিয়ায় ইউপি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। নির্বাচনে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কক্সবাজার জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, জেলার তিন উপজেলা সদর, রামু ও উখিয়ার ২১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৩২ জন ও সাধারণ সদস্য পদে ৮৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেন বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হচ্ছে।
দ্বিতীয় ধাপে কাল বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি, মিরসরাই এবং কক্সবাজার সদর, রামু ও উখিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। এদিন প্রচারে প্রার্থী ও তাঁদের কর্মী–সমর্থকেরা ব্যস্ত সময় পার করেছেন। সব প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।
সীতাকুণ্ডের পাঁচ ইউপিতে ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তবে বাকি চার ইউপিতে (বারৈয়ারঢালা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া ও সলিমপুর) চেয়ারম্যান পদে নির্বাচনসহ ৯ ইউপিতে সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বারৈয়াঢালা ইউপিতে রেহান উদ্দিন রেহান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কৃষক লীগের নেতা আবু জাফর (আনারস), বাড়বকুণ্ডে ছাদাকাত উল্লাহ মিয়াজী নৌকায় নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এ জে এম বেলাল উদ্দিন (লাঙ্গল) ও আওয়ামী লীগ সমর্থক জয়নাল আবেদীন ভূঁইয়া (আনারস), বাঁশবাড়িয়ায় মো. শওকত আলী জাহাঙ্গীর নৌকা নিয়ে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আরিফুল আলম রাজু (আনারস) এবং সলিমপুরে সালাউদ্দিন আজিজ নৌকা নিয়ে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক গফুর (আনারস) প্রতীকে নির্বাচন করছেন।
আওয়ামী লীগের চার চেয়ারম্যান প্রার্থী বিজয় নিশ্চিতে গতকাল গণসংযোগের পাশাপাশি সারা দিন সভা-সমাবেশ করেন। শেষ দিনের প্রচারে মুখর হয়ে ওঠে সীতাকুণ্ডের জনপদ। অন্যদিকে উপজেলার ৯ ইউপিতে সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা শেষ দিনের প্রচার চালান।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হাসান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘প্রত্যেকটি ইউপিতেই যেন সুষ্ঠু নির্বাচন হয়, সে জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ডের অবস্থা বিবেচনায় সেখানে বাড়তি সতর্কতা থাকবে আমাদের।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিজিবির ৫টি, পুলিশের ১৫টি টহল দলের পাশাপাশি নির্বাচনী মাঠে থাকবে র্যাব। উপজেলার প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন ১৫ জন আনসার সদস্য।
এদিকে মিরসরাইয়ের তিন ইউপি ইছাখালী, মিরসরাই সদর ও খইয়াছড়া ছাড়া সব সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ভোট হবে। এখানে চেয়ারম্যান প্রার্থী ৯ জন, সংরক্ষিত নারী সদস্য ১১৮ ও সাধারণ সদস্য পদে ৪৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪৮ কেন্দ্রের ৯০০টি কক্ষে চলবে ভোটগ্রহণ। গতকাল মঙ্গলবার রাতে শেষ হয়েছে প্রচার। ১৬টি ইউপিতে প্রিসাইডিং কর্মকর্তা ১৪৮ জনসহ পোলিং কর্মকর্তা ১ হাজার ৮০০, পোলিং এজেন্ট ৪ হাজার ৫০০, প্রার্থীর নির্বাচনী এজেন্ট রয়েছেন ১০০ জন।
মিরসরাইয়ে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৪২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৩১০ জন।
মিরসরাই থানার পরিদর্শক মুজিবুর রহমান ও জোরারগঞ্জ থানার পরিদর্শক নুর হোসেন মামুন বলেন, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে, সেখানে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে, সে যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজর রয়েছে। সেখানে বিশেষ ফোর্স থাকবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর।’
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফটিকছড়িতে প্রচার শেষ হয়েছে মঙ্গলবার রাতে। পাশাপাশি ভোটকেন্দ্রসহ এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলার ভূজপুর ও ফটিকছড়ি থানার ১৪টি ইউনিয়নের ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ভূজপুর থানায় ৯ এবং ফটিকছড়ি থানায় ২০টি ভোটকেন্দ্র মিলে মোট ২৯টি কেন্দ্রকেই অত্যধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য-উপাত্ত, আগের নির্বাচনগুলোর সময়কার পরিস্থিতি এবং সাম্প্রতিক নানা ঘটনার বিশ্লেষণ করেই কেন্দ্রগুলোর নিরাপত্তার ছক ও তালিকা তৈরি করা হয়েছে। এসব ভোটকেন্দ্রকে আমরা অত্যধিক গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছি।’
ইউপি নির্বাচনের সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মহিনুল ইসলাম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের পক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের দিন কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে।
এদিকে কক্সবাজারের উখিয়ায় ইউপি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। নির্বাচনে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কক্সবাজার জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, জেলার তিন উপজেলা সদর, রামু ও উখিয়ার ২১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৩২ জন ও সাধারণ সদস্য পদে ৮৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেন বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হচ্ছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫