Ajker Patrika

ভালোবাসা দিবসে আসছে ‘হায়দার’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩: ১৭
ভালোবাসা দিবসে আসছে ‘হায়দার’

গত বছরের শীতকালে শুটিং হয়েছিল ‘হায়দার’ ওয়েব ফিল্মের। বছর ঘুরে শীত জেঁকে বসেছে আবারও। কিন্তু ‘হায়দার’-এর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। আটকে ছিল সম্পাদনার টেবিলে। নির্মাতা রুবেল আনুশ অবশেষে জানালেন সুখবর। এত দিনের অপেক্ষার পর আলোর মুখ দেখছে ‘হায়দার’।

গতকালও রুবেল আনুশ সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত ছিলেন ডাবিংয়ে। তিনি জানিয়েছেন, আগামী ভালোবাসা দিবসে মুক্তির জন্য তোড়জোড় চলছে। সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ‘হায়দার’ টিম। কোন প্ল্যাটফর্মে দেখা যাবে, জানা যাবে কিছুদিন পরেই।

 ‘হায়দার’ সিনেমায় অভিনয় করে খুবই উচ্ছ্বসিত এ প্রজন্মের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার অন্যতম কারণ, ক্যারিয়ারের শুরুতেই আশীষ খন্দকার, লুৎফর রহমান জর্জ, মনিরা মিঠুর মতো জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন তিনি ‘হায়দার’-এর হাত ধরে। তাঁদের সঙ্গে অভিনয় করে অনেক কিছু শিখেছেন চমক। ‘হায়দার’ যেন তাঁর অভিনয়ের ওয়ার্কশপ!

 সিনেমাটি তৈরি হয়েছে বাস্তব ঘটনা অবলম্বনে। দেশের বিভিন্ন প্রান্তে চলন্ত বাসে ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ বিষয়টিই ‘হায়দার’-এ তুলে ধরেছেন নির্মাতা রুবেল আনুশ। সচেতনতা, সামাজিক বার্তা, বিনোদন—সবই থাকবে এ সিনেমায়।

‘হায়দার’ সিনেমার শুটিং হয়েছে আখাউড়া, আশুগঞ্জ, কেরানীগঞ্জ ও ভৈরবে। এতে গান গেয়েছেন শফি মণ্ডল ও সালমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত