Ajker Patrika

বিষ মাখানো খাদ্যে ৫৭ হাঁসের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯: ১৬
বিষ মাখানো খাদ্যে  ৫৭ হাঁসের মৃত্যু

যশোরের কেশবপুরে বিষ টোপে ১৪ কৃষকের ৫৭টি হাঁস মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মজিদপুর গ্রামের বুড়িভদ্রা নদীর পাড়ে। হাঁস মারা যাওয়ায় ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, নদীর পাড়ে বাড়ি হওয়ায় উপজেলার মজিদপুর গ্রামের পশ্চিম পাড়ার অধিকাংশ কৃষক পরিবার হাঁস লালন পালন করে। তাঁদের পালিত হাঁস সারা দিন বুড়িভদ্রা নদীর পানিতে চরে বেড়ায়। এসব হাঁসের ডিম বিক্রি করে সংসারের অন্যান্য ব্যয় মিটিয়ে থাকেন দরিদ্র কৃষকেরা। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে কোঠা থেকে তাঁরা হাঁস ছেড়ে দেন। হাঁস নদী পার হয়ে পাশের সাবদিয়া এলাকার তীরে উঠে চরে বেড়ায়। এ সময় ওই তীরের সবজি খেতে দেওয়া বিষ মেশানো চাল খেয়ে হাঁস মরে নদীর পানিতে ভাসতে থাকে। গৃহবধূ রুমিচা খাতুন দুপুরে নদ পারে গিয়ে দেখতে পান হাঁস মরে পানিতে ভাসছে। তখন এলাকার মানুষ খবর দেন তিনি।

গৃহবধূ রুমিচা খাতুন বলেন, ‘আমার ছয়টি হাঁস মারা গেছে। নদী থেকে তুলে মরা হাঁসের খাদ্য থলি কেটে বিষ মিশ্রিত চাল পাওয়া গেছে।’

মজিদপুর গ্রামের আশরাফুজ্জামান জানান, সাবদিয়া গ্রামের কয়েকজন চরে সবজি চাষ করেছে। সেখানে বিষ মেশানো খাবার রাখা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত