Ajker Patrika

চার দিনেও খুনি শনাক্ত করতে পারেনি পুলিশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৯
চার দিনেও খুনি শনাক্ত করতে পারেনি পুলিশ

লক্ষ্মীপুরের রায়পুরে গীতা রানী পালকে (৭২) হত্যার ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

এ ঘটনায় নিহতের পুত্র বিপ্লব বিহারি পাল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা ঘটনার চার দিন পরও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার ছিনিয়ে নিতেই বালিশ চাপা দিয়ে তাঁকে হত্যা করা হয়।

মামলার বাদী বিপ্লব বিহারি পাল বলেন, ‘আমাদের বাবা-মা দুজনই গ্রামের বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন দুপুরে ভবনের ভেতরের কক্ষে মা ও সামনের কক্ষে সোফায় বাবা ঘুমিয়ে পড়েন। বিকেলে জাগাতে গিয়ে মাকে মৃত অবস্থায় দেখেন বাবা। দুর্বৃত্তরা আমার মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে যায়। ওই সময় ভবনের একটি দরজা খোলা পাওয়া যায়।’

বিপ্লব বিহারি পাল আরও বলেন, ‘মায়ের কপালে, কানে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অন্য একটি বালিশে সিঁদুরের দাগ রয়েছে। এ কারণে আমাদের ধারণা, বালিশ চাপা দিয়েই তাঁকে হত্যা করা হয়েছে। প্রায় দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারের জন্যই আমার মাকে প্রাণ দিতে হয়েছে। ঘটনার পর থেকেই আমরা আতঙ্কিত ও উদ্বিগ্ন।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, এখনো হত্যার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ও মংনে থোয়াই মারমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ বলেন, হত্যা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নিহতের পরিবার ও অন্যদের সঙ্গে কথা বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত