Ajker Patrika

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ৩৩
আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তবলছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনেছে স্বতন্ত্র প্রার্থী। নৌকার প্রতীকের প্রার্থীর নূর মোহাম্মদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম ভূঁইয়া।

গত বৃহস্পতিবার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন তিনি। এতে তিনি ভোটারদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেন।

নির্বাচনের দিন কেন্দ্র দখলের শঙ্কা জানিয়ে আবুল কাসেম ভূঁইয়া বলেন, ‘নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী ওই তিন ওয়ার্ড দখল করে নিতে পারেন। সংঘাত এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি।’

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নূর মোহাম্মদ জানান, ‘আমরা কাউকে হুমকি দিইনি। এসব অভিযোগ মিথ্যা। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ‘অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা নিরাপত্তা জোরদার করব। অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত