Ajker Patrika

বৈরী আবহাওয়ায় বীজতলা ক্ষতির শঙ্কা

চারঘাট প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ৫৯
বৈরী আবহাওয়ায় বীজতলা ক্ষতির শঙ্কা

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে লাগাতার চার দিনের বৈরী আবহাওয়া ও কুয়াশায় বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন চারঘাটের কৃষকেরা। কয়েক দিন ধরে সূর্যের আলো না পাওয়ায় বোরোর বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

তবে কৃষি কর্মকর্তারা বলছেন, এখনো কোথাও কোনো বীজতলা ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতিদিনই তাঁরা মাঠপর্যায়ে খোঁজখবর রাখছেন এবং কৃষকদের করণীয় বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

চারঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়। এ জন্য প্রায় ৪১০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়, যা উপজেলার চাহিদা মিটিয়ে পাশের উপজেলায় বিক্রি করবেন চাষিরা। এরই মধ্যে বীজতলায় চারা বাড়তে শুরু করেছে। চলতি মাসের মাঝামাঝি থেকে জমিতে এই চারা রোপণ শুরু করা হবে। কিন্তু বৈরী আবহাওয়ায় বীজতলা ভালো থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গতকাল বুধবার সকালে সরেজমিনে উপজেলার ভাটপাড়া, বরকতপুর, পরানপুর ও ফতেপুর এলাকায় গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়া ও কুয়াশার কারণে চাষিরা বীজতলার বাড়তি যত্ন নিচ্ছেন।

উপজেলার ফতেপুর এলাকার বোরো চাষি আব্দুল হাকিম জানান, বৈরী আবহাওয়ায় চারা খুব একটা বাড়ছে না। অনেকটা মলিন হয়ে গেছে। এক সপ্তাহ পর থেকে চারা রোপণ শুরু হবে। এখন রোদ না থাকলে ও কুয়াশা বেশি হলে উদ্বেগ বাড়বে চাষিদের।

চার বিঘা জমিতে বোরো আবাদ ও বিক্রির জন্য বীজতলা তৈরি করেছেন উপজেলার ভাটপাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম। তিনি বলেন, খারাপ আবহাওয়ার ফলে এক সপ্তাহ আগে চারা যত বড় ছিল এখনো তেমনই আছে। চারা বড় হয়নি। চারা রক্ষায় কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শে হলুদ হয়ে যাওয়া বীজতলায় বালাইনাশক প্রয়োগ করা হয়েছে। চারা নষ্ট হলে বোরো চাষও অনিশ্চিত হয়ে যাবে।

কৃষি বিভাগের কর্মকর্তারা বেশি কুয়াশা ও শীত হলে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, যদি বৈরী আবহাওয়া ও কুয়াশা দীর্ঘস্থায়ী হয় তবে প্রাকৃতিকভাবে বীজতলার ক্ষতি হবে। তবে বর্তমানে যেমন আছে তাতে রোদ উঠলে ঠিক হয়ে যাবে। প্রতিনিয়ত মাঠপর্যায়ে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। চাষিদের জমিতে পানি রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে। চারা হলুদ হয়ে গেলে ইউরিয়া ও পটাশ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বীজতলা নিয়ে কৃষকের শঙ্কার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত