Ajker Patrika

তবে কি পথচলা শেষ প্রধান নির্বাচক নান্নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ১৬
তবে কি পথচলা শেষ প্রধান নির্বাচক নান্নুর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের সভা বসতে যাচ্ছে কাল দুপুরে। গুরুত্ব ও প্রেক্ষাপট বিবেচনায় বছরের প্রথম বোর্ড সভার প্রতি কৌতূহলও থাকছে একটু বেশি। এ সভা থেকে আসার কথা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

দেশের ক্রিকেটে গত কয়েক বছরে সবচেয়ে আলোচিত আর বিতর্কিত বিসিবির বর্তমান নির্বাচক প্যানেল। নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদীন নান্নু ও জ্যেষ্ঠ নির্বাচক হাবিবুল বাশার সুমনের মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। আপাতত ক্রিকেট বোর্ডের নির্দেশনায় দায়িত্ব পালন করছেন তাঁরা। তবে কাল বোর্ড সভায় নির্বাচক প্যানেল নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসার কথাই বেশি শোনা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘নির্বাচক প্যানেল নিয়ে সিদ্ধান্ত হবে। এটা গুরুত্বপূর্ণ একটা অ্যাজেন্ডা। তাঁদের মেয়াদ শেষ হয়েছে। অনেক আলোচনা আছে তাঁদের নিয়ে। বিশ্বকাপ-ব্যর্থতায় তদন্ত কমিটির রিপোর্ট উপস্থাপন, শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণ, জাতীয় দলের কোচ নিয়োগ—এসব আছে। তবে সাকিবের অধিনায়কত্ব ও তামিমের ভবিষ্যৎ নিয়ে তালিকায় কিছু বলা নেই। হয়তো সেখানে এমনিতেই আলোচনা হতে পারে।’ আরেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয় কাল সাংবাদিকদের বলেছেন, ‘এটা (নির্বাচক প্যানেলে পরিবর্তন) নিয়ে আলাপ-আলোচনা হবে।’

নির্বাচক প্যানেলে পরিবর্তন আসার একটা গুঞ্জনে বেশ ডালপালা মেলেছে। দুটি বিষয় সামনে আসছে। প্রধান নির্বাচক হিসেবে আর দেখা না-ও যেতে পারে নান্নুকে। নিজের না থাকার বিষয়টি ঘনিষ্ঠদের এরই মধ্যে জানিয়েছেন নান্নু। তিনি ফিরে যেতে পারেন তাঁর আগের সেই কোচিং পেশায়। নির্বাচক হিসেবে না থাকলে বাংলা টাইগার্সের কোচ হওয়ার সম্ভাবনা আছে নান্নুর। সে ক্ষেত্রে তাঁর জায়গায় আসতে পারেন হাবিবুল বাশার সুমন।

আগে থেকেই প্যানেলে থাকা আবদুর রাজ্জাক আর জুনিয়র নির্বাচক হিসেবে অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে থাকা হান্নান সরকারকে যুক্ত করা হতে পারে। সূত্র জানায়, যুব দলের নির্বাচক হিসেবে হান্নানের প্রতি সুনজর রয়েছে বিসিবির সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের।

এটির সঙ্গে আরেকটি আলোচনাও শোনা যাচ্ছে, সুমন ও নান্নু—দুজনকেই হয়তো আর নির্বাচক প্যানেলে দেখা না-ও যেতে পারে। তবে একসঙ্গে নিজেদের প্রত্যাশামতো দুজন নতুন নির্বাচক পাওয়াও সহজ নয় বিসিবির।

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক হচ্ছে বাংলাদেশ। বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল ইসলাম নাদেল জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে আলোচনা করবেন সভায়। যেহেতু সময় বেশি নেই। একটু আগে থেকেই প্রস্তুতি শুরু করতে চান তাঁরা। কেন্দ্রীয় চুক্তির তালিকা আগেই চূড়ান্ত হয়েছে, সেটিও পাস হবে বোর্ড সভার পর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত