Ajker Patrika

শিশুতোষ ধারাবাহিকে দীপা

শিশুতোষ ধারাবাহিকে দীপা

দীপা খন্দকার ধারাবাহিকের নিয়মিত মুখ হলেও বেশ কিছুদিন ধরেই নতুন কোনো ধারাবাহিক প্রচারে আসছিল না তাঁর। এবার সেই অপেক্ষা শেষ হচ্ছে। এ মাসের শেষেই দুরন্ত টিভিতে প্রচার শুরু হতে যাচ্ছে দীপা খন্দকার অভিনীত নতুন শিশুতোষ ধারাবাহিক ‘অবন্তী কাণ্ড’।বিষয়টি নিশ্চিত করেছেন দীপা খন্দকার নিজেই। এটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। ৩০ জুলাই থেকে প্রতিদিন দুপুর ১২টা ও রাত ৮টা ৩০ মিনিটে নতুন এই ধারাবাহিকটি প্রচার হবে।

নতুন ধারাবাহিকটি ছাড়াও দীপা খন্দকার শেষ করেছেন দুটি সিনেমার কাজ। একটি সৈয়দ সালাহ উদ্দিন জাকী পরিচালিত ‘অপরাজেয়’, অন্যটি শহীদ রায়হান পরিচালিত ‘মনোলোক’। দুটি সিনেমাই রয়েছে মুক্তির অপেক্ষায়। অপরাজেয় সিনেমায় দীপা অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে। আর মনোলোক সিনেমায় রয়েছেন ফজলুর রহমান বাবু।

নতুন ধারাবাহিক ও সিনেমা নিয়ে দীপা খন্দকার বলেন, ‘অবন্তী কাণ্ড মূলত বাচ্চাদের জন্য নির্মিত একটি ধারাবাহিক নাটক। গল্পটা খুব সুন্দর। বাচ্চাদের পাশাপাশি বাড়দেরও ভালো লাগবে ধারাবাহিকটি। আর যে দুটি সিনেমার কাজ শেষ করেছি, সেগুলো আমার জীবনের অন্যতম সিনেমা হয়ে থাকবে। অপরাজেয়র মাধ্যমে এবারই প্রথম সিনেমায় শ্রদ্ধেয় আফজাল ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে তাঁর সঙ্গে অভিনয় করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরের চিকিৎসক জঙ্গি সংগঠন জইশের সদস্য, হরিয়ানায় তাঁর বাসায় মিলল ৩ টন বিস্ফোরক

দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার, কিসের ইঙ্গিত

ছিন্নভিন্ন শরীর, হাত পড়ে আছে রাস্তায়—প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দিল্লি বিস্ফোরণের বীভৎসতা

রাজধানীর সাত এলাকায় ১২ ককটেল বিস্ফোরণ, তিন গাড়িতে আগুন

দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ১৩, বহু আহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ