Ajker Patrika

বাবা-ছেলেকে খুন করা হয় ভাড়াটে লোকজন দিয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১১: ২২
বাবা-ছেলেকে খুন করা হয়  ভাড়াটে লোকজন দিয়ে

পাহাড়ের ইজারার জমি নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ভাড়াটে লোকজন দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবা-ছেলেকে খুন করা হয়। গ্রেপ্তার সালাহউদ্দিন গত বুধবার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার সালাহউদ্দিন গত বুধবার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পাহাড়ে ইজারার জমির নিয়ন্ত্রণ নিয়ে ফটিকছড়ির ফকির আহাম্মদ ও তাঁর বাবাকে খুন করা হয়েছিল।

পিবিআই কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার সালাহউদ্দিন জবানবন্দিতে জানান, তাঁরা ভাড়াটে হিসেবে হত্যাকাণ্ডে অংশ নেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় আরও ছয়জনের জড়িত থাকার তথ্য মিলেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বছর ২৮ সেপ্টেম্বর পাহাড়ে কৃষি খামারে গিয়ে নিখোঁজ হন ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের ফকির আহাম্মদ (৩৩)। পরের দিন সকালে মানিকপুর গ্রামে দুইদ্যাখালে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর বাবা এজাহার মিয়া (৭০) বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন। চলতি বছরের ২৪ জুন নিখোঁজ এজাহার মিয়া (৭০)। পরের দিন বিকেলে তাঁর লাশ জমির পাশে একটি বাঁশঝাড়ের নিচে পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন।

পিবিআই জানায়, গত ২৮ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের নির্দেশে ফকির আহাম্মদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়। এরপর পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এজাহার মিয়া হত্যা মামলার তদন্তও আমাদের দেন। গত মঙ্গলবার ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. ফিরোজ (৩৮), মো. সালাউদ্দিন (২৮) ও মো. এখলাছ (৩৮)। এ সময় তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত