Ajker Patrika

উল্লাপাড়ায় দৃশ্যমান দুই ফুটওভার ব্রিজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৩: ০৪
উল্লাপাড়ায় দৃশ্যমান দুই ফুটওভার ব্রিজ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড ও বোয়ালিয়া বাসস্ট্যান্ডে জনসাধারণের নিরাপদ পারাপারে নির্মাণ করা হচ্ছে দুটি ফুটওভার ব্রিজ। সড়ক বিভাগের উদ্যোগে ২৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের ফুটওভার ব্রিজ দুটি নির্মাণ করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের গুরুত্বপূর্ণ ওই স্থান দুটিতে প্রায় ঘটে হতাহতের ঘটনা। বোয়ালিয়ায় রয়েছে বড় একটি পশুর হাট ও রাস্তার পাশে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া শ্যামলীপাড়া উল্লাপাড়া শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানেও রয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। মূলত পথচারীদের রাস্তা পারাপার নিরাপদ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

কথা হয় স্থানীয় বাসিন্দা শামীম হোসেনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, উল্লাপাড়াবাসীর অনেক দিনের দাবি ছিলো শ্যামলীপাড়ায় একটি ফুটওভার ব্রিজের। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। নির্মাণকাজ প্রায় শেষের দিকে। এই ব্রিজ দিয়ে অনেক পথচারী নিরাপদে রাস্তা পারাপার হতে পারবেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বিঘ্নে রাস্তা পার হতে পারবে। এতে কমবে দুর্ঘটনা।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ তানভীর ইমাম ফুটওভার ব্রিজ দুটির ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত