Ajker Patrika

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০: ৪৪
মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত কেন্দ্রীয় যুবদলের প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

৫১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে কাজী মোস্তাক হোসেন দীপুকে আহ্বায়ক এবং তুহিনুর রহমান তুহিনকে সদস্যসচিব করা হয়েছে। নতুন কমিটিতে ১৯ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া জেলা যুবদলের আহ্বায়ক কমিটিতে ৩০ জনকে সদস্য করা হয়েছে।

যুগ্ম আহ্বায়কেরা হলেন জিয়া উদ্দিন আহমেদ কবীর, মাসুদ পারভেজ, সুজা উদ্দিন বুলবুল, মোস্তাফিজুর রহমান প্রিন্স, ওবায়দুর রহমান পাভেল, মাসুদুর রহমান, মাহবুবুল আলম উজ্জ্বল, আক্তারুজ্জামান আক্তার, আনিসুর রহমান মিলন, কাজা ইয়াকুব হোসেন রাজা, নাজমুল হক লিটন, শিহাব সুমন, দেওয়ান মাসুদ রানা, আবদুল মোমেন, সাজ্জাদুল হাসান, আরিফুর রহমান রোমান, আসিব ইকবাল রনি, আনিসুর রহমান ফরহাদ এবং খন্দকার তুহিন।

এর আগে ২০১৮ সালের গঠিত কমিটিতে জেলা যুবদলের সভাপতি ছিলেন কাজী রায়হান উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক ছিলেন কাজী মোস্তাক হোসেন দীপু। টুকু মারা যাওয়ার পর জি এম রফি অপুকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত