Ajker Patrika

প্রার্থিতা ফিরে পেলেন ৬ চেয়ারম্যান প্রার্থী

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ২২
প্রার্থিতা ফিরে পেলেন ৬ চেয়ারম্যান প্রার্থী

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ জন চেয়ারম্যান প্রার্থী আপিল শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৫ ডিসেম্বর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আপিল শুনানিতে তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

এ ছাড়া উপজেলায় ৬ জন চেয়ারম্যান এবং ২৫ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া ১জন সংরক্ষিত মহিলা সদস্য, ৩জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

প্রার্থিতা ফিরে পাওয়ারা হলেন উপজেলার কেয়াইন ইউপির মো. শওকত আলী, লতব্দীর মো. আবু সিদ্দিক, বাসাইলের মো. বিপ্লব হোসেন, বয়রাগাদীর আমির হামজা ও ইছাপুরার শেখ মো. আবু বকর।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর বাছাইয়ের দিন চেয়ারম্যান ৮ জন, সাধারণ সদস্য ৪ জনের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়। গত রোববার ৬ জন চেয়ারম্যান, ১ জন সাধারণ সদস্য প্রার্থী আপিল নিষ্পত্তির পর বৈধতা পান।

জানা যায়, এ উপজেলার ১৪ ইউপিতে চেয়ারম্যান ৭৪, সাধারণ সদস্য ৪৫৮ জন, সংরক্ষিত নারী সদস্য ১২৫ জন ফরম জমা দেন। এতে আওয়ামী লীগের ১৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১২ জন, লাঙ্গল প্রতীকে ২ জন, স্বতন্ত্র চেয়ারম্যান ৪৬ জন জমা দেন। এর মধ্যে বৈধ প্রার্থী এ উপজেলার ১৪টি ইউপিতে চেয়ারম্যান ৭২, সাধারণ সদস্য ৪৫৫, সংরক্ষিত নারী সদস্য ১২৫ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী বলেন, আপিল নিষ্পত্তির পর ৬ জন চেয়ারম্যান ও ১ জন সাধারণ সদস্য বৈধতা পান।

উল্লেখ্য, উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত