Ajker Patrika

প্রথম গণনায় শূন্য, দ্বিতীয় গণনায় ৮৩ ভোট

চারঘাট প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৫
প্রথম গণনায় শূন্য, দ্বিতীয় গণনায় ৮৩ ভোট

নির্বাচনের ফলাফল ঘোষণায় প্রথমে শূন্য ভোট পেয়েছিলেন। এরপর ভোট চুরির অভিযোগ তোলায় দ্বিতীয়বার গণনায় পেয়েছেন ৮৩ ভোট। এ ঘটনা ঘটেছে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী আবু তালেবের সঙ্গে।

আবু তালেব বেলঘরিয়ার ১ নম্বর ওয়ার্ডে এর আগেও ইউপি সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এবার তিনি মোরগ মার্কা প্রতীক নিয়ে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রিংকু আলী। তিনি ফুটবল প্রতীক নিয়ে দাঁড়িয়ে ১ হাজার ১১ ভোট পেয়ে জয়ী হন।

গত রোববার সন্ধ্যায় প্রথমবার ভোট গণনার ফলাফলে দেখা যায়, আবু তালেব শূন্য ভোট পেয়েছেন। ফলাফলের এই বার্তা এলাকায় ছড়িয়ে পড়লে প্রার্থীর সমর্থকেরা আন্দোলন শুরু করেন। প্রিসাইডিং কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে পুনরায় ভোট গণনা করা হয়। জানানো হয়, আবু তালেব ৮৩ ভোট পেয়েছেন।

বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘ভোটের এক বান্ডিল ব্যালট পেপার টেবিলের নিচে পড়ে থাকায় আমাদের চোখে পড়েনি। এ ভুলের ফলে প্রথমবার গণনায় আবু তালেব শূন্য ভোট পেয়েছিলেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, বিষয়টি শুনেছি। পরবর্তী গণনায় ভুল সংশোধন করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের এ বিষয়ে আরও যত্নশীল হতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত