Ajker Patrika

যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৮: ০৫
যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম

মানিকগঞ্জে জালাল উদ্দিন (৫৭) নামে যুবলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে হামলাকারীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের সলন্ডী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জালাল উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়ার বাসিন্দা। তিনি হাটিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

আটক তিনজন হলেন সদর উপজেলার বংখুরি এলাকার কাউসার দেওয়ান, বংখুরি চৌকিঘাটার তামিম বিশ্বাস ও ডালিম বিশ্বাস। তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, তিনটি লোহার রড, চারটি হকিস্টিক ও সাড়ে ১৬ হাজার টাকা ও দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, মানিকগঞ্জ আদালতে হাজিরা দিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে ভাই গর্জন সারেং ও ভাতিজা ইব্রাহিম সারেংকে নিয়ে রওনা হন জালাল। বেলা ১১টার দিকে সদর উপজেলার সলন্ডী এলাকায় পৌঁছালে কুদ্দুস, রাজির, সজিব ও মজনুসহ ১৫-২০ জন তাঁদের অটো থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে জালাল উদ্দিনের ওপর হামলা করেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় বাসিন্দারা তিনজনকে আটক করে র‍্যাবের হাতে তুলে দেন।

র‍্যাব-৪-এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, তাঁদের গাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত