Ajker Patrika

‘মুক্তিযুদ্ধের কথা নতুন প্রজন্মকে জানাতে হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ৫১
‘মুক্তিযুদ্ধের কথা নতুন প্রজন্মকে জানাতে হবে’

মুক্তিযুদ্ধের চেতনার কথা নতুন প্রজন্মকে জানানোর আহ্বান জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উদীচী চট্টগ্রাম আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এমন আহ্বান জানান তিনি। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনের এই অনুষ্ঠানমালা শুরু হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গেরিলা মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার এবং চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরী। সঞ্চালনা করেন উদীচী চট্টগ্রামের সহসভাপতি ডা. চন্দন দাশ।

আবুল মোমেন বলেন, ‘১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের উল্লাস করে যখন ফিরে আসছিলাম, তখনই পত্রিকায় রায়েরবাজারে হত্যাযজ্ঞের ছবি দেখেছিলাম। জাতির সামনের সারির চিন্তাবিদ, বুদ্ধিজীবীদের হত্যার খবর দেখলাম। মুহূর্তেই স্বাধীনতাটা যেন মিথ্যা হয়ে গিয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত