Ajker Patrika

এক কমিটিতেই শতাধিক নেতা বিবাহিত

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৩: ০৯
এক কমিটিতেই শতাধিক নেতা বিবাহিত

দীর্ঘদিন সম্মেলন হয়নি। ছয় বছর পেরিয়ে গেছে বর্তমান কমিটির বয়স। সেই সঙ্গে বয়স বেড়েছে নেতাদেরও। এরই মধ্যে বিয়ে করে সংসারী হয়েছেন শতাধিক নেতা। এই চিত্র বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক জেলা কুমিল্লা দক্ষিণের।

ছাত্রলীগের স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক শাখার ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ শতাধিক নেতা বিবাহিত। সাধারণ সম্পাদকসহ কয়েকজন আবার সন্তানের পিতা।

দেড় শতাধিক বয়স উত্তীর্ণ, ৩৫ জনের বেশি চাকরিজীবী, ঠিকাদার ও ব্যবসায়ী। এ ছাড়া অনেকের বিরুদ্ধেই রয়েছে অস্ত্র, মাদক, নারী নির্যাতন, বালু উত্তোলন ও শিশু ধর্ষণের মামলা।

কুমিল্লা জেলা সদর, সদর দক্ষিণ, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া—এই ৯ উপজেলা নিয়ে কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলাটি গঠন করা হয়। স্থানীয় ছাত্রলীগের নথিপত্র বলছে, ২০১৫ সালের ২০ জুলাই এক বছরের জন্য ছয় সদস্যবিশিষ্ট জেলা দক্ষিণ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। আবু তৈয়ব অপিকে সভাপতি ও লোকমান হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৭ সালের ২৪ জুন এ কমিটি বর্ধিত করা হয়। ঘোষণা করা হয় ২০৯ সদস্যবিশিষ্ট কমিটি। এ কমিটিতেও অপিকে সভাপতি ও রুবেলকে সাধারণ সম্পাদক রাখা হয়। তবে এ কমিটির মেয়াদ উল্লেখ করা হয়নি।

দীর্ঘদিন কমিটি না হওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিয়মিত ছাত্ররা। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন তরুণ ছাত্রলীগ নেতা অভিযোগ করে বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনীতির চেয়ে ঠিকাদারি নিয়েই বেশি ব্যস্ত। এমনকি স্বার্থের জন্য এই কমিটির অনেকেই উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধেও কাজ করেছেন। তা ছাড়া,অধস্তন বিভিন্ন শাখার কমিটি দেওয়ার আগে তাঁরা কারও সঙ্গে কোনো আলাপ-আলোচনা করেন না। আবার কয়েকটি উপজেলায় এত দিনেও কমিটি হয়নি।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি আজিম উদ্দিন খন্দকার বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর পর কমিটি হওয়ার কথা থাকলেও বর্তমান কমিটি কৌশলে ইতিমধ্যেই ছয় বছর পার করেছে। এই কমিটির বেশির ভাগই যে অছাত্র, বিবাহিত, চাকরিজীবী—এটা সবাই জানে। এমনকি সভাপতি-সাধারণ সম্পাদক দুজন আলাদাভাবে বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করেন।’

অভিযোগ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, ‘আমরা যখন কোনো উপজেলায় কমিটি দিই তখন স্থানীয় সাংসদ, সাবেক ছাত্রনেতাদের সঙ্গে আলোচনা করি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন অপপ্রচার করছে। নতুন কমিটি নেই, তাই আমরাই নিয়ম মেনে দায়িত্ব পালন করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত