কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়েছে জাহারা মিতুর। ইতিমধ্যে শেষ করেছেন বেশ কয়েকটি সিনেমা। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তারিক মুহাম্মদ হাসান পরিচালিত ‘জার্সি নম্বর ১৬’ সিনেমায়। এতে নারী ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে মিতুকে। এর আগে ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।
ইতিমধ্যে রাজধানীর কলাবাগান মাঠে সিনেমার শুটিং শুরু করেছেন। নিজেকে ক্রিকেটার হিসেবে উপস্থাপন করতে চেষ্টার ত্রুটি রাখছেন না তিনি। নিয়েছেন পেশাদার ক্রিকেটারের পরামর্শও।
জাহারা মিতু বলেন, ‘শুটিং শুরু হওয়ার আগে থেকেই প্র্যাকটিস করছি।মাঠপর্যায় থেকে শুরু করে ইউটিউবে ভিডিও দেখা, অনুশীলন করা এখন আমার প্রতিদিনের কাজ। পেশাদার ক্রিকেটারদের সহায়তা নিয়েছি। সময় পেলেই মাঠে দৌড়াচ্ছি, খেলোয়াড়দের বডি মুভমেন্ট খেয়াল করছি। চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। দর্শকের ভালো লাগলেই আমার এই চেষ্টা ও পরিশ্রম সার্থক হবে।’
ক্রিকেট-জ্ঞান থাকলেও ক্রিকেটার চরিত্রটি ফুটিয়ে তোলা চ্যালেঞ্জিং ছিল বলে জানান মিতু। তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা, আর মাঠে ন্যানো সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়া যে আকাশ-পাতাল পার্থক্য, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। স্যালুট তাঁদের, যাঁরা পেশা হিসেবে ক্রিকেটের মতো কষ্টসাধ্য কাজকে বেছে নেন। কেননা শারীরিক ও মানসিক পরিশ্রমের এক অদ্ভুত মিশ্রণ হলো ক্রিকেট।’
গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এক মেয়ের ক্রিকেটার হওয়ার কাহিনি উঠে এসেছে জার্সি নম্বর ১৬ সিনেমায়। এতে মিতুর বিপরীতে অভিনয় করবেন আবু হুরায়রা তানভীর।
জাহারা মিতু জানান, কলাবাগান মাঠে খেলার দৃশ্যে শুটিং করার পর গাজীপুরে সিনেমার বাকি অংশের শুটিং হবে। সব ঠিক থাকলে ঈদের আগেই জার্সি নম্বর ১৬ সিনেমার কাজ শেষ হবে।
এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জাহারা মিতুর দুটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। সেগুলো হলো বদিউল আলম খোকনের ‘আগুন’ ও সুমন ধর পরিচালিত ‘শত্রু’। আগুন সিনেমায় মিতুর বিপরীতে রয়েছেন শাকিব খান। অন্যদিকে শত্রু সিনেমায় রয়েছেন বাপ্পী চৌধুরী। এ প্রসঙ্গে মিতু বলেন, ‘সব ঠিক থাকলে এবারই প্রথম ঈদের সিনেমা নিয়ে দর্শকের সামনে আসব। যদি দুটি সিনেমাই মুক্তি পায়, তাহলে তো ঈদের আনন্দ দ্বিগুণের বেশি হয়ে যাবে।’
কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়েছে জাহারা মিতুর। ইতিমধ্যে শেষ করেছেন বেশ কয়েকটি সিনেমা। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তারিক মুহাম্মদ হাসান পরিচালিত ‘জার্সি নম্বর ১৬’ সিনেমায়। এতে নারী ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে মিতুকে। এর আগে ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।
ইতিমধ্যে রাজধানীর কলাবাগান মাঠে সিনেমার শুটিং শুরু করেছেন। নিজেকে ক্রিকেটার হিসেবে উপস্থাপন করতে চেষ্টার ত্রুটি রাখছেন না তিনি। নিয়েছেন পেশাদার ক্রিকেটারের পরামর্শও।
জাহারা মিতু বলেন, ‘শুটিং শুরু হওয়ার আগে থেকেই প্র্যাকটিস করছি।মাঠপর্যায় থেকে শুরু করে ইউটিউবে ভিডিও দেখা, অনুশীলন করা এখন আমার প্রতিদিনের কাজ। পেশাদার ক্রিকেটারদের সহায়তা নিয়েছি। সময় পেলেই মাঠে দৌড়াচ্ছি, খেলোয়াড়দের বডি মুভমেন্ট খেয়াল করছি। চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। দর্শকের ভালো লাগলেই আমার এই চেষ্টা ও পরিশ্রম সার্থক হবে।’
ক্রিকেট-জ্ঞান থাকলেও ক্রিকেটার চরিত্রটি ফুটিয়ে তোলা চ্যালেঞ্জিং ছিল বলে জানান মিতু। তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা, আর মাঠে ন্যানো সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়া যে আকাশ-পাতাল পার্থক্য, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। স্যালুট তাঁদের, যাঁরা পেশা হিসেবে ক্রিকেটের মতো কষ্টসাধ্য কাজকে বেছে নেন। কেননা শারীরিক ও মানসিক পরিশ্রমের এক অদ্ভুত মিশ্রণ হলো ক্রিকেট।’
গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এক মেয়ের ক্রিকেটার হওয়ার কাহিনি উঠে এসেছে জার্সি নম্বর ১৬ সিনেমায়। এতে মিতুর বিপরীতে অভিনয় করবেন আবু হুরায়রা তানভীর।
জাহারা মিতু জানান, কলাবাগান মাঠে খেলার দৃশ্যে শুটিং করার পর গাজীপুরে সিনেমার বাকি অংশের শুটিং হবে। সব ঠিক থাকলে ঈদের আগেই জার্সি নম্বর ১৬ সিনেমার কাজ শেষ হবে।
এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জাহারা মিতুর দুটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। সেগুলো হলো বদিউল আলম খোকনের ‘আগুন’ ও সুমন ধর পরিচালিত ‘শত্রু’। আগুন সিনেমায় মিতুর বিপরীতে রয়েছেন শাকিব খান। অন্যদিকে শত্রু সিনেমায় রয়েছেন বাপ্পী চৌধুরী। এ প্রসঙ্গে মিতু বলেন, ‘সব ঠিক থাকলে এবারই প্রথম ঈদের সিনেমা নিয়ে দর্শকের সামনে আসব। যদি দুটি সিনেমাই মুক্তি পায়, তাহলে তো ঈদের আনন্দ দ্বিগুণের বেশি হয়ে যাবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫