সম্পাদকীয়
রাজশাহীর একটি ঘটনায় শিয়াল ও কুমিরছানাদের গল্পটা মনে পড়ল। লোককাহিনিকে মানুষের মনগড়া গালগপ্পো মনে করার কোনো কারণ নেই। জীবন থেকে আহরিত ঘটনাইএকসময় গল্পের আকারে প্রকাশ করে মানুষ। ফলে তার রেশ থেকে যায় সমাজ-বাস্তবতায়।
রাজশাহী সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলর এবার অবতীর্ণ হয়েছিলেন শিয়ালের ভূমিকায়। তিনি একটি জমি দেখিয়ে চারজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় কোটি টাকা। সেই গল্প বলার আগে শিয়াল ও কুমিরছানাদের গল্পটা বলে ফেলা ভালো। শিয়াল পণ্ডিত ভালো শিক্ষক। তাই কুমিরের ইচ্ছে হলো, তার সাত সন্তানকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় ভর্তি করাবে। শিয়ালের কাছে নিয়ে যাওয়ার পর শিয়াল রেখে দিল কুমিরছানাদের। তারপর প্রতিদিন একটি করে ছানা খেতে লাগল। মা কুমির এসে যখন তার ছানাদের দেখতে চায়, তখন একই ছানাকে সাতবার দেখিয়ে দেয়। তারপর যখন শেষ ছানাটিকেও খেয়ে ফেলল সে, তখন পালাল। এই ছিল গল্পের একটা অংশ।
এটুকুই আমাদের লাগবে। এ জায়গায় শিয়াল পালাতে পেরেছিল, কিন্তু আমাদের রাজশাহীর নারী কাউন্সিলর তাঁর বাকি পারফরম্যান্স ঠিক রাখার পরও পালাতে পারেননি। তিনি গ্রেপ্তার হয়েছেন।
রাজশাহী নগরীর উপকণ্ঠ আলীগঞ্জ মৌজার একটি জমি নিয়েই যত কাণ্ড। ফারজানা হক নামের এই নারী কাউন্সিলর এ জমিটিই অল্পদিনের ব্যবধানে চারজনের কাছে বায়না রেজিস্ট্রি করেন। বায়না বাবদ তিনি ৯৭ লাখ টাকা গ্রহণ করেন। এখন এই জমিটা ক্রয়সূত্রে কার—এ হলো কোটি টাকার প্রশ্ন। জুন থেকে ডিসেম্বরের মধ্যেই এই চালাকিটা করেন তিনি। ক্রেতারা প্রতারণা ধরতে পারেন। একই কুমিরছানা তাঁদের দেখানো হয়েছে বারবার। প্রতারণার শিকার একজন থানায় মামলা করলে ফারজানা হকের থলের বিড়াল বেরিয়ে পড়ে।স্বামী রেজাউল ও সহযোগী তোফায়েলসহ ফারজানা এখন কারাগারে রয়েছেন।
রাজনীতির অর্থ জনগণের সেবা। কিন্তু নির্বাচিত হলেই নিজেকে জনগণের অধীশ্বর ভাবার প্রবণতা থেকে নিজেদের বের করতে পারছেন না কোনো কোনো জনপ্রতিনিধি। ফলে দুর্নীতির সূচকে বহুকাল ধরে সারা বিশ্বে ঈর্ষণীয় নাম হয়ে থাকছে বাংলাদেশ। ঘুষ নিয়ে এখন আর প্রশ্ন তোলা যায় না। ঘুষ যেন হয়ে উঠেছে সরকারি কাজের ক্ষেত্রে দৈনন্দিন জীবনের অংশ। এখন অনেকেই এ ব্যাপারে বিস্মিত হয় না। এটা যেন প্রচলিত রীতি!
অথচ সরকারিভাবে কৃচ্ছ্রসাধন, দুর্নীতির শিকড় ধরে টান দেওয়ার কথা বারবার বলা হয়েছে। সেই ডাকে সাড়া দেওয়া হয়েছে, এমনটা বলা যাবে না। আমলাতন্ত্র এবং জনপ্রতিনিধিরা নিজেদের ক্ষমতা নিয়ে ঝগড়া-বিবাদ করেছেন অনেক, কিন্তু তাতে জনগণের কোনো লাভ হয়নি। তাঁদের এই লড়াইটা যে কারণেই হয়ে থাকুক না কেন, মূলত দেশের অর্থ ও মানুষের ওপর প্রভূত ক্ষমতা কার হাতে থাকবে, সেটাই মুখ্য।
জনগণের সেবায় নিয়োজিত না হলে শিয়ালগুলোর ধূর্ততাকেই মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না। ফারজানা তো উপলক্ষমাত্র!
রাজশাহীর একটি ঘটনায় শিয়াল ও কুমিরছানাদের গল্পটা মনে পড়ল। লোককাহিনিকে মানুষের মনগড়া গালগপ্পো মনে করার কোনো কারণ নেই। জীবন থেকে আহরিত ঘটনাইএকসময় গল্পের আকারে প্রকাশ করে মানুষ। ফলে তার রেশ থেকে যায় সমাজ-বাস্তবতায়।
রাজশাহী সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলর এবার অবতীর্ণ হয়েছিলেন শিয়ালের ভূমিকায়। তিনি একটি জমি দেখিয়ে চারজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় কোটি টাকা। সেই গল্প বলার আগে শিয়াল ও কুমিরছানাদের গল্পটা বলে ফেলা ভালো। শিয়াল পণ্ডিত ভালো শিক্ষক। তাই কুমিরের ইচ্ছে হলো, তার সাত সন্তানকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় ভর্তি করাবে। শিয়ালের কাছে নিয়ে যাওয়ার পর শিয়াল রেখে দিল কুমিরছানাদের। তারপর প্রতিদিন একটি করে ছানা খেতে লাগল। মা কুমির এসে যখন তার ছানাদের দেখতে চায়, তখন একই ছানাকে সাতবার দেখিয়ে দেয়। তারপর যখন শেষ ছানাটিকেও খেয়ে ফেলল সে, তখন পালাল। এই ছিল গল্পের একটা অংশ।
এটুকুই আমাদের লাগবে। এ জায়গায় শিয়াল পালাতে পেরেছিল, কিন্তু আমাদের রাজশাহীর নারী কাউন্সিলর তাঁর বাকি পারফরম্যান্স ঠিক রাখার পরও পালাতে পারেননি। তিনি গ্রেপ্তার হয়েছেন।
রাজশাহী নগরীর উপকণ্ঠ আলীগঞ্জ মৌজার একটি জমি নিয়েই যত কাণ্ড। ফারজানা হক নামের এই নারী কাউন্সিলর এ জমিটিই অল্পদিনের ব্যবধানে চারজনের কাছে বায়না রেজিস্ট্রি করেন। বায়না বাবদ তিনি ৯৭ লাখ টাকা গ্রহণ করেন। এখন এই জমিটা ক্রয়সূত্রে কার—এ হলো কোটি টাকার প্রশ্ন। জুন থেকে ডিসেম্বরের মধ্যেই এই চালাকিটা করেন তিনি। ক্রেতারা প্রতারণা ধরতে পারেন। একই কুমিরছানা তাঁদের দেখানো হয়েছে বারবার। প্রতারণার শিকার একজন থানায় মামলা করলে ফারজানা হকের থলের বিড়াল বেরিয়ে পড়ে।স্বামী রেজাউল ও সহযোগী তোফায়েলসহ ফারজানা এখন কারাগারে রয়েছেন।
রাজনীতির অর্থ জনগণের সেবা। কিন্তু নির্বাচিত হলেই নিজেকে জনগণের অধীশ্বর ভাবার প্রবণতা থেকে নিজেদের বের করতে পারছেন না কোনো কোনো জনপ্রতিনিধি। ফলে দুর্নীতির সূচকে বহুকাল ধরে সারা বিশ্বে ঈর্ষণীয় নাম হয়ে থাকছে বাংলাদেশ। ঘুষ নিয়ে এখন আর প্রশ্ন তোলা যায় না। ঘুষ যেন হয়ে উঠেছে সরকারি কাজের ক্ষেত্রে দৈনন্দিন জীবনের অংশ। এখন অনেকেই এ ব্যাপারে বিস্মিত হয় না। এটা যেন প্রচলিত রীতি!
অথচ সরকারিভাবে কৃচ্ছ্রসাধন, দুর্নীতির শিকড় ধরে টান দেওয়ার কথা বারবার বলা হয়েছে। সেই ডাকে সাড়া দেওয়া হয়েছে, এমনটা বলা যাবে না। আমলাতন্ত্র এবং জনপ্রতিনিধিরা নিজেদের ক্ষমতা নিয়ে ঝগড়া-বিবাদ করেছেন অনেক, কিন্তু তাতে জনগণের কোনো লাভ হয়নি। তাঁদের এই লড়াইটা যে কারণেই হয়ে থাকুক না কেন, মূলত দেশের অর্থ ও মানুষের ওপর প্রভূত ক্ষমতা কার হাতে থাকবে, সেটাই মুখ্য।
জনগণের সেবায় নিয়োজিত না হলে শিয়ালগুলোর ধূর্ততাকেই মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না। ফারজানা তো উপলক্ষমাত্র!
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫