Ajker Patrika

ক্লিন ফিড ছাড়া চ্যানেল সম্প্রচার না করার দাবি

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৫
ক্লিন ফিড ছাড়া চ্যানেল সম্প্রচার না করার দাবি

সরকারি প্রজ্ঞাপন অমান্য করে ক্লিন ফিড ছাড়া চ্যানেল সম্প্রচার না করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ময়মনসিংহ মাল্টি কেবল সিস্টেমের নেতারা। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

এ সময় ময়মনসিংহ মাল্টি কেবল সিস্টেমের পরিচালক ফরহাদ আলম, হারুন-অর রশিদ, আউয়াল আলী মিন্টু, সাইফুল ইসলাম রতন, তারিকুল হাকিম দ্বীপ, নাজিম উদ্দিন, রনজিত কুমার ঘোষ প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, ময়মনসিংহ মাল্টি কেবল সিস্টেম সরকারি নীতিমালা মেনে বিটিভি হতে লাইসেন্স নিয়ে ক্লিন ফিড ব্যবহার করে কেবল টিভির কার্যক্রম চালাচ্ছে। কিন্তু জেলার ত্রিশাল, নান্দাইল, মুক্তাগাছা, ঈশ্বরগঞ্জ, গফরগাঁওসহ বেশ কিছু উপজেলায় ক্লিন ফিড ছাড়াই চ্যানেল সম্প্রচারে করে যাচ্ছে। এতে তাঁরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এটি সরকারি আইন ভঙ্গ করার শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ক্লিন ফিড ছাড়া কোনো কেবল অপারেটর যেন চ্যানেল সম্প্রচার না করতে পারে সেই দাবি জানানো হয়েছে। এ জন্য জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান অপারেটর নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত