Ajker Patrika

মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৩: ৫৪
মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজারে মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি মুরগির দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মুরগি।

যথাযথ বাজার তদারকি না থাকায় এবং কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর অপতৎপরতায় মুরগির বাজার অস্থির হয়ে উঠেছে বলে অভিযোগ ভোক্তাদের।

সরেজমিনে মিরপুর তহ বাজার ঘুরে দেখা যায়, সব রকম মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছ। এ ছাড়াও উপজেলার, নিমতলা, নওপাড়া, আমলা, মসান বাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা। যদিও গত সপ্তাহে এ জাতীয় মুরগির দাম ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। আর মাসের শুরুতে ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।

অন্যদিকে, কক ও সোনালি মুরগির দামও বেড়েছে। চলতি মাসে প্রথম দিকে ২১০ থেকে ২৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া সোনালি মুরগির দাম কয়েক দফা বেড়েছে। বর্তমানে এ ধরেনর মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সুলতান পুর গ্রামের মুরগি ক্রেতা কুদরতে খোদা সবুজ জানান, সব ধরনের মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। বাজার তদারকির অভাবে মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে নিয়মিত বাজার তদারকির দরকার।

পাহাড়পুর গ্রামের আবদুল্লাহ জানান, আমরা গরিব মানুষ গরু, ছাগলের গোশত কেনার সামর্থ্য নাই। মাঝে মধ্যে ব্রয়লার কিনে খাই। এখন ব্রয়লার মুরগির যে দাম তা আমাদের সাধ্যের বাইরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত