Ajker Patrika

ইকমার্স প্রতিষ্ঠান জেকা বাজার সিলগালা,২ লাখ টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭: ১০
ইকমার্স প্রতিষ্ঠান জেকা বাজার সিলগালা,২ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীর ইকমার্স প্রতিষ্ঠান জেকা বাজারের অফিসে অভিযান চালিয়ে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে জেকা বাজার নামে একটি ইকমার্স কোম্পানি দুটি ফ্লোর ভাড়া নিয়ে ব্যবসা চালিয়ে আসছিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানির পণ্য বিক্রি করত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, জেকা বাজারে প্রতারণামূলকভাবে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হতো। প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংরক্ষণ করা সব পণ্যই নকল। এরা বিভিন্ন কোম্পানির মোড়ক লাগিয়ে নিম্নমানের পণ্য বিক্রি করে আসছিল। এ কারণে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনের ৪৪ ধারায় ১ লাখ ৫০ হাজার এবং পণ্যের প্যাকেটে দাম না থাকায় ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠানটি ৯ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারলে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

অভিযানের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ীর সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্ব উপস্থিত ছিলেন একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও রাজবাড়ী থানার উপপরিদর্শক মনিরুজ্জামান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেপালে জেন-জিদের পার্লামেন্ট দখল, রক্তক্ষয়ী সংঘর্ষ

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার

ভারতে শেখ হাসিনার পরিণতি নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত সংস্থাকে যা বলেছেন বদরুদ্দীন উমর

প্রাথমিকে ছুটি কমিয়ে আনা হবে: গণশিক্ষা উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশের সুপারিশ করবে কমিশন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত