Ajker Patrika

সেই শিব্বির ফিরে গেলেন পরিবারের কাছে

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪: ২২
সেই শিব্বির ফিরে গেলেন পরিবারের কাছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ সেই শিব্বির আহমেদকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে থানায় কার্যালয় থেকে শিব্বির আহমেদকে তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেন তিনি।

শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এর আগে শিব্বির আহমেদ ফেসবুকে গত শুক্রবার সকাল ৮টার দিকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হন। তিনি কমিউটার ট্রেনযোগে ময়মনসিংহ থেকে জামালপুর আসছেন বলে পরিবারের সদস্যদের ফোনে জানিয়েছিলেন।

এ ঘটনায় গত শুক্রবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার। গত রোববার দিনাজপুর থেকে সিব্বির আহমেদকে উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে উদ্ধার করে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মূলত টাকার জন্য অভিমান করে নিখোঁজ হন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত