Ajker Patrika

সখীপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা

সখীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১১: ৪০
সখীপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে দুই ইটভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকাল বুধবার দুপুরে তাঁদের এ জরিমানা করা হয়। ভাটায় কৃষি জমির উপরিভাগের মাটি ব্যবহার এবং কাঠ পুড়িয়ে ইট তৈরি করার অপরাধে এই জরিমানা করা হলো। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দুটি ইটভাটায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার ও কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছিল। ভাটা দুটি হচ্ছে-উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী এলাকার মেসার্স মিতালী ব্রিকস্ ফিল্ড এবং বহেড়াতৈল ইউনিয়নের মেসার্স পূবালী ব্রিকস্।

পলাশতলী মহাবিদ্যালয়ে ঘেঁষেই মিতালী ব্রিকস্ ফিল্ড দীর্ঘদিন ধরে তাদের ইট পোড়ানোর কার্যক্রম চালিয়ে আসছিল। এ ছাড়া মেসার্স পূবালী ব্রিকস্ ইটভাটাটিও বহেড়াতৈল বাজার ও বহেড়াতৈল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কাছেই অবস্থিত।

কিন্তু ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ আইন অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরত্বের মধ্যে ভাটা তৈরির সুযোগ নেই।

এ নিয়ে আজকের পত্রিকাসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ আমলে নিয়ে বুধবার দুপুরে ওই দুটি ভাটায় অভিযান চালানো হয়।

এতে মেসার্স মিতালী ব্রিকস্ ফিল্ডের মালিক লালন তালুকদার ও তাঁর অংশীদারদের দুই লাখ টাকা এবং পূবালী ব্রিকস্-এর মালিক আবদুর রহিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন, ইটভাটায় ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি ব্যবহার ও কাঠ পুড়িয়ে ইট তৈরি করার অপরাধে ওই দণ্ড দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত