Ajker Patrika

সরিষা ও পাম তেলই ভরসা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২২, ১৩: ৪৭
সরিষা ও পাম তেলই ভরসা

মূল্য বৃদ্ধি করে সরকার দাম নির্ধারণ করার পরেও ময়মনসিংহের কোনো বাজারেই মিলছে না সয়াবিন তেল। ব্যবসায়ীদের অভিযোগ, অগ্রিম টাকা দিয়েও তাঁরা তেল পাচ্ছেন না। বাধ্য হয়ে সরিষা ও পাম তেল কিনছেন ক্রেতারা। ভরসা করতে হচ্ছে এই দুই তেলেই।

গতকাল রোববার সকালে নগরীর মেছুয়া বাজার, সানকিপাড়া বাজার ও মিন্টু কলেজ বাজার ঘুরে কোনো দোকানেই সয়াবিন তেল পাওয়া যায়নি। সয়াবিন না পেয়ে সরিষা, পাম তেল ও কোয়ালিটি তেলের ওপর নির্ভর করতে হচ্ছে মানুষকে। তবে কিছু ব্যবসায়ী তেল সংরক্ষণ করে চড়া দামে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। ক্রেতারা বলছেন, দফায় দফায় দাম বাড়ানোর পরেও বাজারে তেল না পাওয়া সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়।

মেছুয়া বাজারে কেনাকাটা করতে আসা শারমিন নাহার বলেন, ‘রোজার ঈদের ১৫ দিন আগে থেকেই বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। এখন বাজার সয়াবিন তেল শূন্য। এর মধ্যে সরকার আবার লিটার প্রতি ৩৮ টাকা দাম বাড়িয়েছে। তারপরও তেল পাওয়া যাচ্ছে না। আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে তেল নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছেে।’

ঈদের আগে পাঁচ লিটার তেল কিনে রাখায় স্বস্তির নিশ্বাস ফেলে শহীদুল ইসলাম বলেন, ‘বাজারে তেলের সংকট পড়বে আগে থেকেই বুঝতে পেরে পরিচিত এক দোকানির কাছ থেকে পাঁচ লিটার তেল এক হাজার টাকায় কিনে রেখে ছিলাম। সেই তেলও শেষপর্যায়ে। ছোটখাটো চাকরি করি। যে হারে তেলের দাম বাড়ছে আমাদের মতো নিম্ন আয়ের লোকজন উঠে দাঁড়াতে পারবে না।’

মেছুয়া বাজারের মেসার্স মিলন বালাপাল স্টোরের প্রোপ্রাইটর তপন পালন বলেন, ‘ক্রেতারা এসে সয়াবিন তেল না পেয়ে ঘুরে যাচ্ছেন। আমাদের কাছে তেল নেই তাই দিতে পারিনি। আগে যেসব কোম্পানির লোকজন আমাদের তেল দিতে ধরনা দিতেন তাঁদের এখন দেখাই পাওয়া যাচ্ছে না। আমরাও তেলের জন্য ঢাকায় যোগাযোগ করছি। আশা করছি, এ সপ্তাহেই সরকার নির্ধারিত মূল্যে তেল পাব।’

মাতৃ ওয়েল মিলসের কর্মচারী সুমন আহম্মেদ বলেন, ‘গত এক মাস ধরে বাজারে সয়াবিন তেলের সংকট থাকায় ক্রেতারা সরিষা, পাম ওয়েল এবং কোয়ালিটি তেলের দিকে ঝুঁকছেন। তেলের জন্য আমরা বিভিন্ন কোম্পানিকে অগ্রিম টাকা দিয়েও তেল পাচ্ছি না। তবে ঈদ চলে যাওয়ায় নতুন করে তেল আমদানি করতে পারলে সংকট কমে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত